আসলাম ইকবালঃ
‘হৃদয়ে জাগ্রত তুমি’ শিরোনামে মরহুম চিত্রনায়ক ও ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য আকবর হোসেন পাঠান শ্রদ্ধেয় মিয়া ভাইয়ের স্বরণ সভা বিএফডিসির কালারল্যাব মিলনায়তনে দুপুর ১২টায় অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাসান মাহমুদ এমপি, স্মরণ সভার সভাপতি ছিলেন সম্মিলিত চলচ্চিত্র পরিষদ এর আহবায়ক প্রযোজক খোরশেদ আলম খসরু ও সভা সঞ্চালনায় ছিলেন পরিষদের সদস্যসচিব পরিচালক শাহ আলম কিরন। উক্ত স্মরণ সভায় চিত্রনায়ক ফারুক ভাইয়ের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে বক্তব্য প্রদান করেনঃ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি অভিনেতা ও পরিচালক কাজী হায়াৎ, চিত্রগ্রাহক সংস্থার সভাপতি আব্দুল লতিফ বাচ্চু, এডিটরস গিল্ডের সভাপতি আবু মুসা দেবু, চিত্রনায়িকা রোজিনা, শিল্পী সমিতির সাধারণ সম্পাদক নিপুন আক্তার, ভাইস প্রেসিডেন্ট চিত্রনায়ক রিয়াজ, পরিচালক মুশফিকুর রহমান গুলজার, সনি সিনেমা হলের কর্ণধার পরিচালক প্রযোজক মোহাম্মদ হোসেন, অভিনেত্রী ও পরিচালক অরুনা বিশ্বাস, এফডিসির ব্যবস্থাপনা পরিচালক নুজহাত ইয়ামিন। স্মরণ সভায় চলচ্চিত্র সংস্থার ব্যক্তিবর্গ, শিল্পী ও কলা কুশলীরা উপস্থিত ছিলেন। চিত্রনায়ক আলমগীর বীর মুক্তিযোদ্ধা ও পরিচালক নূর মোহাম্মদ মনি, প্রযাজক সমিতির সাবেক সাধারন সম্পাদক সামছুল আলম, চিত্রনাট্যকার ছটকু আহম্মেদ, প্রযোজক আবু সাইদ খান, প্রযোজক আমান, ফিল্ম ক্লাবের সভাপতি কামাল মোঃ কিবরিয়া লিপু, স্থিরচিত্র গ্রাহক সমিতির সভাপতি জিডি পিন্টু, অভিনেতা রাফি উদ্দিন সেলিম, পরিচালক হাবিবুর রহমান হাবিব, অভিনেতা জামিলুর রহমান শাখা, পরিচালক বাবুল শরীফ, প্রযোজক বিপ্লব শরীফ, শিল্পী সমিতির কোষাধক্ষ্য জাদু আজাদ ও অভিনেত্রী জেসমিন।
নায়ক ফারুক এইচ আকবর এর ছবি ‘জলছবি’র মাধ্যমে প্রথম চলচ্চিত্রে আসেন। তার ডাক নাম ছিলো দুলু। তিনি চলচ্চিত্র পরিবেশক সমিতির সভাপতি, চলচ্চিত্র শিল্পী কলাকুশলী সমিতির সভাপতি ছিলেন। তথ্য মন্ত্রী বলেন-তিন একাধিক উপাধী পেয়েছেন, বীরমুক্তিযোদ্ধা, আজীবন সম্মাননা, সেরা নায়ক, পাঠান ও মিয়া ভাই উপাধীতে ভূষিত হয়েছেন। তার কালজয়ী চলচ্চিত্রের মধ্যে নয়নমনি, সুজন সুখী, সারেং বৌ, গোলাপী এখন ট্রেনে, উল্লেখযোগ্য। ফারুক ভাই অসুস্থ হয়ে দুই বছরের মত সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ১৫ মে প্রয়াত হন।