স্টাফ রিপোর্টার:
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের *৬১* জন্মদিন উপলক্ষে নরসিংদীর মনোহরদী উপজেলায় প্রায় “১০০০” গরিব ও প্রান্তিক কৃষকদের মাঝে বোরো ধানের বীজ ও টি শার্ট উপহার বিতরণ করেন এগ্রিকালচারিস্টস’ এসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব)।
উক্ত অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন এ্যাবের সদস্য সচিব ও কৃষক দলের যুগ্ম সম্পাদক, কৃষিবিদ শাহাদাত হোসেন বিপ্লব ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এ্যাবের যুগ্ম আহবায়ক শাহাদত হোসেন চঞ্চল, সদস্য প্রফেসর ডঃ জামশেদ আলম রিপন, এ্যাবের কেন্দ্রীয় নেতা কৃষিবিদ আমানুল্লাহ, কৃষিবিদ আশরাফুল ইসলাম আশরাফ, এ্যাব মহানগর দক্ষিণের সভাপতি কৃষিবিদ ফেরদৌস হাওলাদার ও সাধারণ সম্পাদক কৃষিবিদ কে আই এফ সবুর।
উপস্থিত ছিলেন নরসিংদী জেলা কৃষক দলের আহ্বায়ক আপেল, সদস্য সচিব দীপক কুমার বর্মন প্রিন্স, কেন্দ্রীয় কৃষক দলের সহসম্পাদক রাজীবুল হাসান, শেকৃবি, ডিএই, বিএডিসি, ডিএলএস সহ বিভিন্ন সরকারী বেসরকারী কৃষি গবেষণা প্রতিষ্ঠানের কর্মকর্তা ও বিজ্ঞানীগন এবং মনোহরদী উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপির নেতৃবৃন্দ।