
বিনোদন ডেস্ক: অনেক দিন ধরেই আলোচনায় নেই ঢালিউড অভিনেত্রী আফিয়া নুসরাত বর্ষা। এবার এলো নতুন খবর। পবিত্র রমজানে ওমরাহ পালন করতে মক্কায় গেছেন তিনি। সংবাদমাধ্যমকে সৌদি আরব থেকে খবরটি নিশ্চিত করেছেন বর্ষা নিজেই।
সম্প্রতি নিজের ফেসবুকে ওমরাহ পালনের বেশ কয়েকটি ছবি পোস্ট করেন নায়িকা।
সেখানে ক্যাপশনে বর্ষা লেখেন, ‘আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ক্ষমা করুন, আমিন। আমার আত্মাটা রেখে গেলাম।
ইনশাআল্লাহ আবার ফিরে আসব।’গত ৬ মার্চ ওমরাহ পালনের উদ্দেশে মক্কায় গিয়েছেন বর্ষা। ওমরাহ পালন শেষে আগামী ১৩ মার্চ ঢাকায় ফিরবেন বলে জানান এই নায়িকা।
বর্ষাকে সর্বশেষ পর্দায় দেখা গেছে ২০২৩ সালে, ‘কিল হিম’ সিনেমায়।মুক্তির অপেক্ষায় রয়েছে তার ‘নেত্রী দ্য লিডার’ সিনেমা।