কক্সবাজার জেলা আইনজীবী সহকারী (এডভোকেট ক্লার্ক) সমিতি’র ফুটবল ফাইনাল খেলা সম্পন্ন

শুক্রবার, জানুয়ারি ২৬, ২০২৪

 

 

মো:হোসেন সুমন, কক্সবাজার প্রতিনিধি।।

বৃহস্পতিবার ২৫ জানুয়ার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে ব্যাপক দর্শক সমাগমের মধ্য দিয়ে বহুল প্রশংসিত এবং প্রত্যাশিত কক্সবাজার জেলা আইনজীবী সহকারী (এডভোকেট ক্লার্ক) সমিতি কতৃক আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা
সম্পন্ন হয়েছে।

উক্ত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রতিদ্বন্দ্বিতা করেন মরন্হম মৌলভী শাহাব উদ্দিন স্মৃতি ফুটবল দল বনাম মরন্হম মাস্টার ছৈয়দুর রহমান স্মৃতি ফুটবল দল। খেলার মাঠে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে মরন্হম মৌলভী শাহাব উদ্দিন স্মৃতি ফুটবল দলকে ৬-৫ গোলে পরাজিত করে মরন্হম মাস্টার ছৈয়দুর রহমান স্মৃতি ফুটবল দল চ্যাম্পিয়ন হয়।উক্ত খেলায় সেরা খেলোয়াড় নির্বাচিত হন মরন্হম মাস্টার ছৈয়দুর রহমান স্মৃতি ফুটবল দলের খেলোয়াড় সুমন দাস।

আইনজীবী সহকারী (এডভোকেট ক্লার্ক)সমিতির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি জনাব ফোরকান আহমেদ খোকনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা আইনজীবী সমিতি সভাপতি জনার সিরাজুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা আইনজীবী সহকারী (এডভোকেট ক্লার্ক) সমিতির সভাপতি,জনার আতাউল ইসলাম,সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম সহ প্রমূখ।

প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট সিরাজুল ইসলাম বলেন, পেশার পাশাপাশি খেলাধুলার ও বিনোদন খুবই প্রয়োজন। যুব সমাজকে খেলাধূলার প্রতি আগ্রহী করায় আয়োজক কমিটিকে ধন্যবাদ জানান
তাদেরকে রক্ষা করতে হবে।সুস্বাস্থ্য রক্ষা করতে পারে একমাত্র ক্রীড়া জগত। তাই বেশি বেশি করে খেলাধূলার আয়োজন করতে হবে।

বিজয়ী দলের অধিনায়ক রায়হান উদ্দিন আয়োজক কমিটিকে ধন্যবাদ জানান এবং প্রতি বছর এই খেলা আয়োজন করা আহ্বান জানান।

পরাজিত দলের অধিনায়ক লুৎফর রহমান বলে,খেলায় হার জিত আছে তবে দুই দলই ভালো খেলেছে তারা ভাগ্যের কাছে হেরে গেছে আগামীতে তারা আরও ভালো খেলবে বলে জানায়।

উক্ত টুর্ণামেন্টের পরিচালনায় ছিলেন কক্সবাজার জেলা আইনজীবী সহকারী এডভোকেট (ক্লার্ক) সমিতির ২০২৩-২৪ কার্যকরি পরিষদ।