কনস্টেবল হানিফ এর বিচক্ষণতার জন্য ছিনতাইকৃত চেইন ফেরত পেলেন নারী

বুধবার, এপ্রিল ২৪, ২০২৪

জাতির সংবাদ ডটকম।।
শাহবাগ ট্রাফিক জোনের পুরানা পল্টন মোড়ে কনস্টেবল মোঃ হানিফ ছিনতাইকারীর কাছ থেকে প্রায় ৬০-৭০ হাজার টাকা দামের স্বর্ণের চেইন উদ্ধার করেছে বলে জানাগেছে।

বুধবার বিকাল প্রায় সাড়ে পাঁচটায় এই ছিনতাইর ঘটনা ঘটেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান , রিকশায় প্রেসক্লাবের দিকে যাওয়ার সময় পুরানা পল্টন মোড়ে মহিলার গলা থেকে এক ছিনতাইকারী স্বর্নের চেইন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। এমন সময় মহিলার চিৎকার শুনে দায়ীত্বে থাকা কনস্টেবল মোঃ হানিফ ছিনতাইকারীর পিছনে ধাওয়া করে।

ছিনতাইকারীর পিছনে দৌড়ে গিয়ে বায়তুল মোকাররম মসজিদের সামনে থেকে স্বর্নের চেইনসহ ছিনতাইকারীকে আটক করতে সক্ষম হয়।

পুরানা পল্টন ট্রাফিক পুলিশ বক্সের অফিসারদের সামনে উদ্ধারকৃত স্বর্ণের চেইনটি ঐ মহিলার হাতে ফেরত দিয়েছেন। এবং ছিনতাইকারীকে থানা পুলিশের হাতে  সোপর্দ করেন।

উল্লেখ্য যে এ ধরনের টানা পার্টির খপ্পড় থেকে বিভিন্ন সময় জীবনের ঝুঁকি নিয়ে এই ট্রাফিক পুলিশরা ছিনতাইকৃত মালামাল উদ্ধার করে থাকেন। অনেক সময় ছিনতাইকারীদের রোশনালে পড়ে আহত হন এই পুলিশরা। তেমনি একটি ঘটনা ঘটেছে কিছুদিন পূর্বে রাজধানীর জিরো পয়েন্ট পুলিশ বক্সের সামনে। রিপন নামের এক কনস্টেবল ছিনতাইকারীর হাত থেকে মোবাইল উদ্ধার করলে ওই ছিনতাইকারীরা কনস্টেবল রিপনের চোখে আঘাত করে বলে জানা যায়।