।। নুসরাত মেঘা।।
সে আমার প্রেম আমার ভালবাসা।
যার কথা আজও হয়নি বলা।
যে কথা রয়েছে এ হৃদয়ে গাঁথা।
যে এসে সঙ্গোপনে এ হৃদয়ে দিয়ে যায় দোলা,
নিঃশ্বঙ্গতা দূর করে সকাল আর সন্ধ্যেবেলা।
সে আমার প্রেম আমার ভালবাসা।
যার কথা আজও হয়নি বলা।
সে হল কবিতা,
একান্তই আমার বলে যদি কিছু থেকে থাকে,
যদি কেউ নিঃস্বার্থ ভালবেসে কাছে ডকে,
যদি কেউ চলার পথে দিশা হয়ে পাশে চলে,
সে আমার কবিতা,
সে আমার প্রেম আমার ভালবাসা।
যার কথা আজও হয়ে ওঠেনি বলা।
নীলমেঘ অভিমানে সে আমার মন ছুইয়ে যায়,
যেদিকে তাকাই ভেসে ওঠে সে চোখের পাতায়।
তার সাথে মনে মনে কথা বলা,
পাশাপাশি হাত ধরে পথ চলা,
সে আছে বলেই অভিশপ্ত অন্তরে এক পশলা বৃষ্টি ঝরে।
নির্যাস কষ্টেরা ভাসে মহাসুখ প্লাবনে।
অধর আঁধার থেকে বেরিয়ে আশে আলো।
স্বপ্ন পোড়া রঙটাকে ও তখন লাগে ভালো।
যখনি শত যন্ত্রনা নিয়ে বিশ্বাসের ছেড়া থলি হাত বাড়ায়,
সে এসে সামনে দাড়ায়
বলে, ” ছুয়ে দেখ আমায়।”
আমার লিখনীর শক্তি, প্রবাহমান খরস্রোত।
সে আমার সাদা কাগজে সাজানো জীবনের মহামায়া, সে আমার প্রেম আমার ভালবাসা।
যে আমার শীতের কুয়াশার চাদরে মোড়ানো কল্প প্রিয়র উস্নতা।
যে পথের শেষে পথের দিশা।
সে আমার প্রেম আমার ভালবাসা।
যার কথা আজ ও হয়নি বলা।
সে আমার আমার অষ্টাদশ তরুন, টকবগে কবিতা।