
বিশেয প্রতিনিধিঃ
খুলনার কয়রা উপজেলার আমাদী বাজার এলাকায় সৎ মায়ের ওপর ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গল ঘোষের ছেলে তার সৎ মা ঝেনি ঘোষ কে ধারালো সেভেন-গিয়ার ছুরি দিয়ে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় ঝেনি ঘোষকে স্থানীয়রা দ্রুত কয়রা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করেছেন। চিকিৎসকরা জানিয়েছেন, তিনি বর্তমানে সংকটাপন্ন অবস্থায় রয়েছেন। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার কারণ এখনও স্পষ্ট নয়, তবে পারিবারিক দ্বন্দ্ব থেকে এ হামলার সূত্রপাত হয়েছে বলে ধারণা করছে স্থানীয়রা।