কয়রায় সৎ মাকে ছুরিকাঘাত

মঙ্গলবার, সেপ্টেম্বর ১৬, ২০২৫

বিশেয প্রতিনিধিঃ
খুলনার কয়রা উপজেলার আমাদী বাজার এলাকায় সৎ মায়ের ওপর ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গল ঘোষের ছেলে তার সৎ মা ঝেনি ঘোষ কে ধারালো সেভেন-গিয়ার ছুরি দিয়ে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় ঝেনি ঘোষকে স্থানীয়রা দ্রুত কয়রা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করেছেন। চিকিৎসকরা জানিয়েছেন, তিনি বর্তমানে সংকটাপন্ন অবস্থায় রয়েছেন। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার কারণ এখনও স্পষ্ট নয়, তবে পারিবারিক দ্বন্দ্ব থেকে এ হামলার সূত্রপাত হয়েছে বলে ধারণা করছে স্থানীয়রা।