পটুয়াখালী প্রতিনিধি:
পটুয়াখালীর কলাপাড়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ তিন নেতাকে তাঁদের দায়িত্বশীল পদ থেকে অব্যাহতি দিয়ে দল থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে উপজেলা কমিটিও বিলুপ্ত করে নতুন আহ্বায়ক কমিটি গঠন করেছে জেলা কমিটি। ইসলামী আন্দোলন বাংলাদেশ কলাপাড়া শাখা এ তথ্য নিশ্চিত করেছে।
বহিষ্কৃত তিন নেতা হলেন—উপজেলা শাখার সহ-সভাপতি অ্যাডভোকেট জেড এম কাওসার, মাওলানা মো. মোস্তাফিজুর রহমান ও সাংগঠনিক সম্পাদক মো. আসাদুজ্জামান ইউসুফ। দলীয় অব্যাহতির নোটিশ পাওয়ার আগেই তাঁরা ফেসবুকে পদত্যাগের ঘোষণা দেন। পরে তাঁদের অনুসারী ও অনুগত কয়েকজন গণমাধ্যমকর্মীর মাধ্যমে “ইসলামী আন্দোলনে গণপদত্যাগ” শিরোনামে অসত্য তথ্য ছড়িয়ে অপপ্রচারের অভিযোগও ওঠে।
দলীয় সূত্র জানায়, ইসলামী আন্দোলনের গুরুত্বপূর্ণ পদে থেকে অ্যাডভোকেট জেড এম কাওসার বিএনপি মনোনীত প্রার্থীকে ঘড়ি উপহার দেন। অপরদিকে মো. আসাদুজ্জামান ইউসুফ তাঁর পরিচালিত দোয়া মোনাজাতে বিএনপি প্রার্থীকে জনপ্রতিনিধি হিসেবে দেখার ইঙ্গিতপূর্ণ বক্তব্য দেন। আর মাওলানা মো. মোস্তাফিজুর রহমান তাঁর ব্যক্তিগত ফেসবুকে আপত্তিকর পোস্ট শেয়ার করেন। এসব কর্মকাণ্ড দলীয় শৃঙ্খলা পরিপন্থী হওয়ায় তাঁদের পদ থেকে অব্যাহতি দিয়ে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
বহিষ্কারের পাশাপাশি ইসলামী আন্দোলন বাংলাদেশের কলাপাড়া উপজেলা কমিটি বিলুপ্ত ঘোষণা করে ৭ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি গঠন করেছে জেলা কমিটি। এতে দলের সমর্থিত এমপি প্রার্থী অধ্যাপক মোস্তাফিজুর রহমানকে আহ্বায়ক করা হয়েছে।
যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন-অ্যাডভোকেট নুর হোসেন খান, মৌলভী মাহবুবুল আলম এবং মুফতি নাইমুল ইসলাম নাইম।
ইসলামী আন্দোলন কলাপাড়া উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট নুর হোসেন খান জানান-
জেলা সভাপতি হাওলাদার মোঃ সেলিম ও সম্পাদক এইচ এম আব্দুল হাকিম জরুরী সভা শেষে তিন নেতা কে পথ থেকে অব্যাহতি দিয়ে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত দেন। দলীয় শৃঙ্খলা রক্ষার স্বার্থেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, যদি বহিষ্কৃত নেতারা সোশ্যাল মিডিয়া গণমাধ্যমে অপপ্রচার চালিয়ে যান তবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও জেলা সভাপতি ও সম্পাদক জানিয়েছেন।