
জাতির সংবাদ ডটকম।।
নিজের হাতে গড়া দল বাংলাদেশ কল্যাণ পার্টি থেকে প্রতিষ্ঠাতা সৈয়দ মুহাম্মদ ইবরাহিমের নাম মুছে ফেলতে নির্বাচন কমিশনে (ইসি) আনুষ্ঠানিক চিঠি দিয়েছে দলটির নতুন নেতৃত্ব। সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হওয়ার পর দল থেকে বহিষ্কৃত ইবরাহিমের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আনা হয়েছে।
সোমবার ইসির সচিবের কাছে এই চিঠি জমা দেন কল্যাণ পার্টির নতুন চেয়ারম্যান মো. শামসুদ্দিন পারভেজ ও মহাসচিব মুহাম্মদ আবু হানিফ। চিঠিতে তারা ইসিকে দলের নিবন্ধিত চেয়ারম্যান ও মহাসচিব হিসেবে সৈয়দ মুহাম্মদ ইবরাহিম ও আবদুল আউয়াল মামুনের পরিবর্তে তাদের নাম অন্তর্ভুক্ত করার অনুরোধ জানিয়েছেন।
শুধু নেতৃত্বেই নয়, দলের দাপ্তরিক ঠিকানাতেও পরিবর্তন আনা হয়েছে। চিঠিতে উল্লেখ করা হয়, মহাখালীর নিউ ডিওএইচএস এবং নয়াপল্টনের পুরোনো ঠিকানা পরিবর্তন করে মতিঝিলের ফকিরেরপুলের কমিশনার গলিতে নতুন ঠিকানা নির্ধারণ করা হয়েছে।
দলীয় সূত্রে জানা যায়, মূলত ২০২৪ সালের নির্বাচনে অংশ নিয়ে কক্সবাজার-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় সৈয়দ মুহাম্মদ ইবরাহিমের সঙ্গে দলের বিরোধ শুরু হয়। এর জেরে গত বছরের ১০ ডিসেম্বর দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির এক বিশেষ সভায় তাকে চেয়ারম্যান পদ থেকে অপসারণের সিদ্ধান্ত নেওয়া হয়।
ওই সভাতেই মো. শামসুদ্দিন পারভেজকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং মুহাম্মদ আবু হানিফকে ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব দেওয়া হয়। পরবর্তীতে চলতি বছরের ১২ জুন একটি বিশেষ কাউন্সিলের মাধ্যমে তারা পূর্ণাঙ্গ দায়িত্ব পান বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।
উল্লেখ্য, সৈয়দ মুহাম্মদ ইবরাহিম ২০০৭ সালে বাংলাদেশ কল্যাণ পার্টি প্রতিষ্ঠা করেন এবং দলটি ২০০৮ সালে নির্বাচন কমিশনে নিবন্ধন পায়। দীর্ঘদিন বিএনপির নেতৃত্বাধীন জোটের অংশ হিসেবে রাজনীতি করলেও সর্বশেষ নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নেওয়ার পর নিজ দলেই নেতৃত্ব হারালেন তিনি।