সেলিনা পারভীন
কষ্টের কোনো রং হয়না
কিন্তু ভালোবাসার রং হয়
কষ্টের ওজন কেউ বহন করেনা
ভালোবাসার ভার সবাই নেয়।
কষ্টের সময় সবাই কষ্ট দেয়
কিন্তু সুখের সময় সবাই রয়
কষ্টের দিন সহজে পার হয়না
সুখের সময় খুব অল্প হয়।
কষ্টের দিন গুলি অশ্রু সিক্ত
সুখের দিন গুলি হাসিতে রঙিন
কষ্টের কান্না নীরব রাতের
সুখের হাসি দিনের আলোয়।
কষ্টের বোঝা শুধুই নিজের
সুখের বোঝা সবার মাঝে
কষ্টের প্রদীপ নিভে গেলে
সুখের আলোতে মৃত্যু ঘটে।
কষ্ট কে কেউ চোখে দেখেনা
সুখ টা কে সবার চোখে পড়ে
কষ্টের কথা বলতে মানা
দুর্বলতা হয় সবার জানা।
সুখের কথাও বলতে নেই
চোখের নজরও খারাপ হয়
কষ্টের মাঝে শ্বাসকষ্ট বাড়ে
সুখের ঘরে আগুন লাগে।
কষ্টের কথা যায় না ভোলা
সুখের কথা যায় না বলা
মৃত্যু হলে সবাই বলে, আহঃ
মানুষ টি বড়ই ভালো ছিল রে।