কাশ্মীরে অভিযান চালাতে গিয়ে ভারতের সেনা নিহত

বৃহস্পতিবার, মে ২২, ২০২৫

আান্তর্জাতিক ডেস্ক: কাশ্মীরের কিশতওয়ার এলাকায় বৃহস্পতিবার (২২ মে) অভিযান চালানোর সময় সশস্ত্র সংঘর্ষে একজন ভারতীয় সেনা নিহত হয়েছেন।

ভারতীয় সেনাবাহিনীর হোয়াইট নাইট কর্পস এক বিবৃতিতে জানায়, গোলাগুলিতে সেনাসদস্য গুরুতর আহত হন এবং সব ধরনের চিকিৎসা প্রচেষ্টা সত্ত্বেও তিনি মারা যান।

কাশ্মীর অঞ্চলটি মুসলিম-সংখ্যাগরিষ্ঠ এবং ১৯৪৭ সালে ভারত ও পাকিস্তানের স্বাধীনতার পর থেকেই দু’দেশের মধ্যে বিভক্ত রয়েছে। দুই পরমাণু শক্তিধর দেশই পুরো অঞ্চলটির দাবি করে।

সেনাবাহিনী জানায়, বৃহস্পতিবার সকালে যৌথ অভিযান চালানো হচ্ছিল। সংঘর্ষস্থলে অতিরিক্ত বাহিনী পাঠানো হয়েছে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া