দিলীপ কুমার দাস ।।
কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতির ছয়বারের বর্তমান সভাপতি এডভোকেট মিয়া মোহাম্মদ ফেরদৌস (৭৪) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা পৌনে ৭টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন। সম্প্রতি তাঁর অবস্থার অবনতি ঘটলে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়ে, আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) বাদজুমআ কিশোরগঞ্জের ঐতিহাসিক শহীদী মসজিদে মরহুমের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
পরে বাদ আছর জেলার কটিয়াদী উপজেলার চান্দপুর ইউনিয়নের মিয়াচান্দ শাহ্ উচ্চ বিদ্যালয় মাঠে দ্বিতীয় নামাজে জানাজা শেষে চান্দপুর বড়পাড়া গ্রামের পারিবারিক কবরস্থানে মরহুমের লাশ দাফন করা হবে।
তাঁর মৃত্যুতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এক শোকবার্তায় রাষ্ট্রপতি মরহুম এডভোকেট মিয়া মোহাম্মদ ফেরদৌসের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
এছাড়া কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য নূর মোহাম্মদ এবং জেলা আইনজীবী সমিতিসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।