জাতির সংবাদ ডটকম।।
কৃষকলীগের মহাসমাবেশ চলছে রাজধানীর বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে ।
শনিবার (৩০ সেপ্টেম্বর) দুপুর ৩টার দিকে শুরু হওয়া মহাসমাবেশে সারা দেশ থেকে আসা কৃষকলীগের নেতাকর্মীরা যোগ দিয়েছেন।
মহাসমাবেশে এখন কৃষকলীগের জেলা পর্যার্য়ের নেতারা বক্তব্য রাখছেন। ১৯৯৫ ও ২০০৪ সালে বিএনপি জামায়াত সরকারের হাতে নিহত শহীদ কৃষকদের স্মরণে এই কৃষক মহাসমাবেশের আয়োজন করেছে কৃষকলীগ।
মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এছাড়া কৃষকলীগ ও আওয়ামী লীগে কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখার কথা রয়েছে।