নিজস্ব প্রতিবেদকঃকৃষিখাতে বাংলাদেশের সঙ্গে কাজ করতে চায় আর্জেন্টিনা। ধানের পোকা নিধনে বাংলাদেশ ও আর্জেন্টিনার ধান গবেষণা কেন্দ্র এ বিষয়ে একসঙ্গে কাজ করতে পারে বলে জানিয়েছেন ওই দেশের রাষ্ট্রদূত মারসেয়ো কেসা।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে আর্জেন্টিনার রাষ্ট্রদূত মারসেয়ো কেসার সৌজন্য সাক্ষাতে দুই দেশের মধ্যে কৃষিখাত সহযোগিতা ছাড়াও বাণিজ্য, জ্বালানি, ফুটবলসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে।
দুই দেশের মধ্যে কৃষিখাত সহযোগিতা ছাড়াও বাণিজ্য, জ্বালানি, ফুটবলসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশের তুলা উন্নয়ন বোর্ড এবং আর্জেন্টিনার জাতীয় কৃষি ইনস্টিটিউটের মধ্যে একটি কাঠামো চুক্তি নিয়ে আলোচনা চলছে এবং এ বিষয়ে রাষ্ট্রদূত উপদেষ্টাকে অবহিত করেন।
উপদেষ্টা আন্তর্জাতিক ফোরামে রোহিঙ্গা ইস্যুতে আর্জেন্টিনার অবদানের প্রশংসা করেন এবং মিয়ানমারে রোহিঙ্গাদের পুনর্বাসনে বাংলাদেশের অবস্থানের পক্ষে অব্যাহত সমর্থনের অনুরোধ জানান। উভয়পক্ষ মনে করে, দ্বিপাক্ষিক সমঝোতার ভিত্তিতে দ্রুত সময়ের মধ্যে রোহিঙ্গাদের প্রত্যাবাসন শুরু করা উচিত।