কেরাণীগঞ্জে গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে স্মরণ সভা

রবিবার, ডিসেম্বর ৮, ২০২৪

 

কেরাণীগঞ্জ ( ঢাকা) প্রতিনিধি:

ঢাকার কেরাণীগঞ্জে ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বিকেলে উপজেলা পরিষদ সভা কক্ষে স্মরণ সভাটির সভাপতিত্ব করেন, কেরাণীগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার রিনাত ফৌজিয়া। সভায় বক্তব্যে রাখেন, উপজেলা প্রকৌশলী মো. আরিফুর রহমান, কৃষি কর্মকর্তা মহুয়া৷ শারমিন মুনমুন, পল্লী উন্নয়ন কর্মকর্তা তাইয়ুবুর রহমান, শিক্ষা কর্মকর্তা আনজুমান আরা বেগম, মহিলা বিষয়ক কর্মকর্তা মালা বড়াল, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইফুল ইসলাম, কেরানীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আব্দুল গনি , উপজেলা একাডেমিক সুপার ভাইজার হালিমা আক্তার, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা মো. সাহা আলম প্রমেূখ। সভায় সভাপতিত্বের বক্তব্যে রিনাত ফৌজিয়া বলেন, ছাত্রজনতার আন্দোলনে দেশে বৈষম্য দূর হয়েছে। যাদের রক্ত ও প্রাণের বিনিময় দেশে সাম্য ফিরে এসেছে তাদের স্মরণেই আজ এই স্মরণ সভা। আমরা তাদের ভুলতে পারিনা। তাদের নাম ইতিহাসে লেখা থাকবে। পরিশেষে তাদের আত্মা মাগপেরাত কামনা করেন। স্মরণসভায় ছাত্র-জনতার আন্দোলনে নিহত ছয় পরিবারের সদস্যদের হাতে আর্থিক অনুদান প্রদান করা হয়।