কেরাণীগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা

শনিবার, ডিসেম্বর ১৪, ২০২৪

 

নাসির সিকদার, কেরানীগঞ্জ প্রতিনিধি।।

ঢাকার কেরাণীগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত কাল শনিবার সকালে উপজেলা প্রশাসন এর আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেরাণীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রিনাত ফৌজিয়া। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কেরাণীগঞ্জ রাজস্ব সার্কেল সহকারী কমিশনার (ভূমি) মনিষা রানী কর্মকার, কেরাণীগঞ্জ রাজস্ব সার্কেল( দক্ষিণ) সহকারী কমিশনার (ভূমি) মো: রইছ আল রেজুয়ান, উপজেলা কৃষি অফিসার মহুয়া শারমিন মুনমুন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সেলিম রেজা, উপজেলা প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুল ছাত্তার, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আনজুমান আরা, বীর মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন,নিয়ামত ঊল্লাহ চৌধুরী প্রমূখ। সভাপতির বক্তব্যে রিনাত ফৌজিয়া বলেন, ১৯৭১ সনে আমাদেরকে মেধা শূন্য করার জন্যই পাকিস্তানিরা বুদ্ধিজীবীদের হত্যা করেছিলেন। আজও আমাদেরকে মেধাশূন্য করার জন্য চলছে। এই চক্রান্তকারীরা এখনো সমাজে লুকিয়ে আছে। ১৯৭১ সনের বিপ্লব এবং ২৪ এর জুলাই আগস্ট বিপ্লবের মধ্যে কোন তফাৎ নেই। তাই সকল স্কুল কলেজ ও মাদ্রাসায় শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের কথা এবং জুলাই আগস্ট বিপ্লবের কথাও শিক্ষার্থীদের মাঝে তুলে ধরতে হবে।