কেরানীগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৪

রবিবার, অক্টোবর ৬, ২০২৪

ইসমাইল হোসেন।।

ঢাকার কেরানীগঞ্জে রামেরাকান্দা বোর্ডিং মার্কেটে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকাণ্ডের ঘটনায় ৪ জন নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে রাত সাড়ে সাতটার দিকে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় জানা যায়নি।

জানা যায়, রামের কান্দা বোর্ডিং মার্কেট এলাকায় একটি বিরিয়ানির দোকানের সামনে গ্যাস সিলিন্ডার রেখে ওই দোকানের মালিক ব্যবসা পরিচালনা করে আসছিলেন। ওই দোকানের সামনের রাস্তা দিয়ে যাবার সময় একটি ট্রাক ওই গ্যাস সিলিন্ডারটিকে সজোরে ধাক্কা দিলে সঙ্গে সঙ্গেই সিলিন্ডারটি বিকট শব্দে বিস্ফোরিত হয়ে দোকানটিতে আগুন ধরে যায়। এতে ওই বিরিয়ানির দোকানের তিন কর্মচারী দোকানের ভিতর আটকে পড়ে আগুনে দগ্ধ হয়ে নিহত হয়। এই আগুনের শিখা পাশের আরও দুইটি দোকানে ছড়িয়ে পড়লে দোকান দুটিতেও আগুন ধরে যায়। খবর পেয়ে কেরানীগঞ্জ ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে পুড়ে যাওয়া বিরিয়ানির ওই দোকানের ভিতর থেকে নিহত ৪ জনের লাশ উদ্ধার করে। কেরানীগঞ্জ ফায়ার স্টেশন মাস্টার মোঃ কাজল জানান, খবর পেয়ে আমরা বিরিয়ানির দোকানের ভিতর থেকে চারজনের লাশ উদ্ধার করেছি। আগুনে পুড়ে যাওয়া দোকানগুলির ক্ষয়ক্ষতির পরিমাণ এই মুহূর্তে সঠিকভাবে বলা যাচ্ছে না।