কে রাখে তার খোঁজ

শুক্রবার, জুলাই ১৪, ২০২৩

 

।।  নীলাঞ্জনা ।।

 

অলস দিনগুলি কেমন খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে
বস্তির নেড়িকুকুরটার মত করে ।
কে কখন তার পা ভেংগে দিয়েছিল
ভীষণ আক্রোশে পরে ,
কে রাখে তার খোঁজ!

পুরানো বাড়ির চুনসুরকি
যেমন ভেংগে ভেংগে পরে
আমার ভিতরটাও প্রতিনিয়ত
ভাংগে ,তেমনি ঝুরঝুর করে
আড়ালে , আবডালে , চুপিসারে ,
কে রাখে তার খোঁজ !

মেঘ ভেংগে যেমন বৃষ্টি নামে
আমার চোখ ভেঙ্গে নামে জোয়ারের জল ,
যে জলে ভেসে যায় অনন্ত বাসর
আমার হৃদয়ে জেগে আছে আজো
শূন্য একটি সাজানো স্বপ্নের ঘর ,
কে রাখে তার খোঁজ ।