কোতোয়ালি থানার ৩২ নং ওয়ার্ড বিএনপির সাবেক সদস্য সচিব জাহিদের বিরুদ্ধে ব্যবসায়ীর সাংবাদিক সম্মেলন

বুধবার, মার্চ ১২, ২০২৫

 

নিজস্ব প্রতিবেদক :পুরান ঢাকার কোতোয়ালি থানার ৩২ নং ওয়ার্ড বিএনপির সাবেক সদস্য সচিব জাহিদের বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন করে।

বুধবার ১২ ই মার্চ বাবু বাজার সৈয়দ হাসান আলী লেন ব্যবসায়ী সমিতির অফিসে এক জরুরি সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন। উপদেষ্টা আলা উদ্দিন আলা। এসময় উপস্থিত ছিলেন সমিতির আহবায়ক ফরিদ উদ্দিন যুগ্ন – আহবায়ক হাজি আতাউর রহমান খান কালু,জাহাঙ্গীর হোসেন,করিম মোল্লা, হাবিবুর রহমান, শাহজাহান, রাজা,প্রমুখ।

আলা উদ্দিন আলা ৩২ নং ওয়ার্ড বিএনপির সাবেক সদস্য সচিব জাহিদ ও তার বাহিনীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য বর্তমানে অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও বিএনপির হাইকমান্ডের সুনজর কামনা করেন।তিনি বর্তমানে পরিবার নিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। লিখিত বক্তব্যে তিনি আরো বলেন গত ১০/৩/২৫ তারিখে তার বাসভবনে অর্তর্কিত সন্ত্রাসী হামলা চালায়। জাহিদ, জুবায়ের আলম,ইমরান,কুমার এর নেতৃত্বে এসময় তার ছেলেদের দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে।পরে পরিবারের সদস্যদের ডাক চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসলে তারা পালিয়ে যায়।