কোনো রাজনৈতিক দলে যোগদান করতে চাই না: সোহিনী সরকার

মঙ্গলবার, ডিসেম্বর ৯, ২০২৫

বিনোদন ডেস্ক: সম্প্রতি ‘রঘু ডাকাত’ ছবির প্রচারের সময় তৃণমূল নেতার সঙ্গে সোহিনীর সরকারের নাচের একটি ঘটনাকে কেন্দ্র করে টালিউডের অভিনেত্রীর রাজনীতিতে যোগদাদের গুঞ্জন শুরু হয়েছে। এই প্রসঙ্গে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ অভিনেত্রীকে নিয়ে তির্যক মন্তব্যও করেছিলেন।

টলিউডে এর আগেও সামাজিক ইস্যুতে সরব হওয়ার পর বহু তারকাকে রাজনীতিতে যোগ দিতে দেখা গেছে—সেই প্রেক্ষাপটেই জোরালো হয়েছিল জল্পনা।

তবে অভয়া কাণ্ডের এক বছর পরও সোহিনীকে কোনো রাজনৈতিক দলে যুক্ত হতে দেখা যায়নি। সম্প্রতি ‘রঘু ডাকাত’ ছবির প্রচারে অংশ নেওয়ার সময় তৃণমূলের এক নেতার সঙ্গে তার নাচের ভিডিও ভাইরাল হলে আবারও আলোচনার ঝড় ওঠে। এমনকি এ প্রসঙ্গে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষও তির্যক মন্তব্য করেন।

অবশেষে ভারতীয় একটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে নিজ অবস্থান পরিষ্কার করেন সোহিনী সরকার। তিনি সোজাসাপ্টা জানান— “আমার কাছে যদি প্রস্তাব আসে তবুও আমি কোনো রাজনৈতিক দলে যোগ দিতে চাই না। তৃণমূল, কংগ্রেস, বিজেপি বা সিপিএম—কোনোটির সঙ্গেই যুক্ত হতে চাই না।”

তিনি আরও বলেন, “আমি যদি কখনও রাজনৈতিক দলের অংশ হয়ে যাই, তাহলে আর কিছু বলতে পারব না। আমাকে পুরোপুরি চুপ হয়ে যেতে হবে।”

সাম্প্রতিক বছরগুলোতে টলিউডের বহু তারকাই বিভিন্ন রাজনৈতিক দলে সক্রিয় হয়েছেন। একসময় যেখানে শিল্পীরা রাজনীতি থেকে দূরত্ব বজায় রাখতেন, এখন সেখানে পরিস্থিতি বদলে গেছে। দেব, মিঠুন চক্রবর্তীসহ বহু বড় তারকাই সক্রিয় রাজনীতিতে যুক্ত।

তবে সোহিনী সরকার স্পষ্ট জানিয়ে দিলেন—তিনি এখনই নয়, ভবিষ্যতেও রাজনীতিতে পা রাখতে চান না।