
জাতির সংবাদ ডটকম।।
বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেছেন, পার্বত্য চট্টগ্রাম, চট্টগ্রাম বন্দরসহ সর্বোপরি দেশ যদি স্বাধীন রাখতে বিএনপির কোনো বিকল্প নেই।
রোববার (২৪ আগস্ট) দুপুরে বুড়িচং উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বরকত উল্লাহ বুলু বলেন, যারা একাত্তরের মুক্তিযুদ্ধ, মুক্তিযোদ্ধা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতা ঘোষণা, ৩০ লাখ শহীদের আত্মদানকে স্বীকার করেনা, তাদের বাংলাদেশে ভোট চাওয়ার অধিকার নাই, রাজনীতি করার অধিকার নাই।
এসময় তিনি তৃণমূলের নেতাকর্মীদের আহবান জানিয়ে বলেন, কোনো হাইব্রিড যেন বিএনপির নেতা না হতে পারে।
সম্মেলনে উদ্বোধক ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির আহবায়ক সাবেক এমপি জাকারিয়া তাহের সুমন।
দুপুর দুইটায় বুড়িচং এরশাদ ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান বক্তার বক্তব্য রাখেন বিএনপির কুমিল্লা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন- মহানগর বিএনপির আহবায়ক উৎবাতুল বারী আবু, জেলা বিএনপির সদস্য সচিব সাবেক ভিপি আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব হাজী জসিম উদ্দিন জসিম, মহানগর বিএনপি নেতা আমিরুজ্জামান আমির।
উপজেলা বিএনপির আহবায়ক এটিএম মিজানুর রহমানের সভাপতিত্বে ও সদস্য সচিব হাজী কবির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে উপস্থিত ছিলেন- বিএনপির কেন্দ্রীয় সদস্য ও জেলা বিএনপির যুগ্ন আহবায়ক সৈয়দ জাহাঙ্গীর আলম, কেন্দ্রীয় বিএনপির সদস্য অ্যাড. সাবেরা আলাউদ্দিন হেনা, জেলা বিএনপি নেতা মোস্তফা জামান, জেলা বিনেপির যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম স্বপন, মুজাহিদ চৌধুরী, নারী নেত্রী সাকিনা বেগমসহ কুমিল্লা জেলা,মহানগর ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দরা।