আন্তর্জাতিক ডেস্কঃ উত্তর কোরিয়া সমুদ্র থেকে স্থলের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম স্ট্র্যাটেজিক ক্রুজ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ পরীক্ষা চালিয়েছে।
রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ’র বরাত দিয়ে সিউল থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, ক্ষেপণাস্ত্রগুলো তাদের লক্ষ্যবস্তুতে ‘সঠিকভাবে’ আঘাত হেনেছে।
বার্তা সংস্থাটি জানিয়েছে, ক্ষেপণাস্ত্রটির গড় গতি প্রতি ঘণ্টায় ৭২০ কিলোমিটার। এটি ৭৫০০ সেকেন্ডে ১৫০০ কিলোমিটার দূরত্ব অতিক্রম করেছে।
প্রতিবেদন বলছে, এটি ছোড়ার পর নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। এই পরীক্ষা প্রতিবেশি দেশগুলোর নিরাপত্তায় কোনো প্রভাব ফেলেনি।
উত্তর কোরিয়া জানিয়েছে, এই অঞ্চলের ‘ওঠানামা করা নিরাপত্তা পরিস্থিতির আলোকে’ সম্ভাব্য প্রতিপক্ষের বিরুদ্ধে কৌশলগত প্রতিরোধের কার্যকারিতা বাড়ানোর লক্ষ্যে জাতীয় প্রতিরক্ষামূলক সক্ষমতা বিকাশের পরিকল্পনার অংশ ছিল এই পরীক্ষা।
কিম জং উন জোর দিয়ে বলেছেন, পিয়ংইয়ং ‘যুদ্ধ প্রতিরোধের উপায়’ আরও উন্নত করা অব্যাহত রাখবে। শক্তিশালী সামরিক শক্তির ভিত্তিতে স্থায়ী এবং দীর্ঘমেয়াদি শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় গুরুত্বপূর্ণ মিশন ও দায়িত্বের প্রতি আমরা সবসময় দায়িত্বশীল।