হবিগঞ্জ প্রতিনিধি::
ক্ষমতায় গেলে দেশের কোটি কোটি পরিবারের জন্য ফ্যামিলি কার্ড ও কৃষি কার্ড দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলা মাঠে আয়োজিত জনসভায় তিনি এ কথা বলেন।
তারেক রহমান বলেন, নির্বাচনের আগে বিকাশসহ বিভিন্ন মাধ্যমে টাকা পাঠিয়ে ভোট প্রভাবিত করার অপচেষ্টা চলছে, এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। তিনি জানান, বিদেশগমনেচ্ছুদের জন্য বহুমাত্রিক দক্ষতা বৃদ্ধিতে কারিগরি শিক্ষা আধুনিকায়ন করবে বিএনপি। পাশাপাশি পাবলিক-প্রাইভেট পার্টনারশিপের মাধ্যমে স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি।
বিগত ১৭ বছর ধরে দেশ ঘুরে সাধারণ মানুষের কথা শুনে ও বাস্তবতা পর্যবেক্ষণ করেই এসব পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানান বিএনপির চেয়ারম্যান।
শাম্মী আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় তারেক রহমান হবিগঞ্জ জেলার চারটি আসনের প্রার্থীদের পরিচয় করিয়ে দেন।