জাতির সংবাদ ডটকম।।
ফরিদপুর-১ আসনের সাবেক সাংসদ, কৃষক দলের কেন্দ্রীয় সহ-সভাপতি খন্দকার নাসিরুল ইসলাম ও তার ভাই সাতৈর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খন্দকার নাজিরুল ইসলামকে জড়িয়ে আব্দুল আওয়াল বাবলু নামে এক ব্যবসায়ীর মিথ্যাচার,ষড়যন্ত্রের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়ন বি এন পির নেতৃবৃন্দ। রবিবার (৫ জানুয়ারী) দুপুরে ফরিদপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ প্রতিবাদ জানান তারা। প্রেসক্লাবের সহ-সভাপতি সঞ্জীব দাসের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী খন্দকার নাজিরুল ইসলাম।