নিজস্ব প্রতিবেদক
খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় লালবাগে দোয়া মাহফিল ও গরিব দু:স্হদের মাঝে তবারক বিতরণের আয়োজন করেন ঢাকা কলেজে র সাবেক ভিপি ও বিএনপির যুববিষক সহ সম্পাদক জাতীয় নির্বাহী কমিটি।
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় আজ বাদ এশার নামাজের পরে তার নিজ বাসায় সকাল জাতীয়তাবাদী দল বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দদের নিয়ে দোয়া মাহফিল গরিব দু:স্হদের মাঝে তবারক বিতরণ অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন, মীর নেওয়াজ আলী নেওয়াজ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মীর আশরাফ আলী আযম যুগ্ন আহবায়ক ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি, আনোয়ার পারভেজ বাদল সদস্য ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি, মোতাহার হোসেন বাবুল সাবেক যুগ্ন আহবায়ক লালবাগ থানা আশরাফ আলী সাবেক সভাপতি বৃহত্তর লালবাগ থানা শ্রমিক দল, বিএনপি, গোলাম সারওয়ার শামীম সাবেক সভাপতি ২৬নং ওয়ার্ড বিএনপি, মাইজুদ্দিন মাইজু সাবেক সাধারণ সম্পাদক ২৫ নং ওয়ার্ড বিএনপি সায়েম হোসেন জাজ্জু সিনিয়র সহসভাপতি ২৩ নং ওয়ার্ড, ইকবাল হোসেন স্বপন সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক লালবাগ যুবদল মোঃবাচ্চু সভাপতি মধ্য রসুলপুর ৫৬ নং ওয়ার্ড বিএনপি, কামরাঙ্গীরচর গোলাম মোস্তফা পিয়ার সাবেক প্রচার সম্পাদক ২৩ নং ওয়ার্ড বিএনপি সহ অন্যান্য নেতৃবৃন্দ।
আলোচনা শেষে বিশেষ মোনাজাতের মাধ্যমে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা ও গরিব দু:স্হদের মাঝে তবারক বিতরণ করা হয়।