স্টাফ রিপোর্টার:
শনিবার (০৬ ডিসেম্বর)বাদ আছর গুলশান আজাদ মসজিদে ঢাকাস্থ বগুড়া বাসীর উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়। উক্ত দোয়া ও মিলাদে মোনাজাত করেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও বগুড়া-৭ আসনের নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়কারী ও সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু।
দোয়া ও মোনাজাতে অংশ নেন দৈনিক উত্তর কোণ পত্রিকার সম্পাদক মোঃ সাহেদুজ্জামান সিরাজ বিজয়, বিএডিসি পরিকল্পনা প্রধান ফেরদৌস রহমান, বগুড়া সমিতির সাধারণ সম্পাদক জনাব মোশারফ হোসেন চৌধুরী , কেন্দ্রীয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমান, বগুড়া সমিতির সহ-সভাপতি ইঞ্জিনিয়ার দিপু, শিবগঞ্জ উপজেলা সমিতির সভাপতি ডক্টর এমদাদুল হক, সাংগঠনিক সম্পাদক ও সহকারী অ্যাটর্নি জেনারেল মশিউর রহমান জুয়েল, বনানী থানার যুগ্ম আহ্বায়ক ইসাহাক আলী, রফিকুল ইসলাম রফিক,বগুড়া মিডিয়া এন্ড কালচার সোসাইটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আশরাফুল ইসলাম ,সমাজ কল্যাণ সম্পাদক আজাদ আহমেদ, ব্যারিস্টার শিশির, বনানী থানার বিএনপি নেতা মাহবুব,রিপন, তিতুমীর কলেজ ছাত্রদলের যুগ্ম-আহবায়ক আসাদুজ্জামান আসাদসহ বিএনপি ও অঙ্গদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং স্থানীয় মুসল্লীগন ঢাকায় বসবাসরত বগুড়ার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
দোয়া মাহফিল শেষে প্রায় দুই হাজার মানুষের তবারক ও অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করা সহ এতিমখানায় শিশুদের খাবারের ব্যবস্থা আয়োজন করা হয়।