খুলনার পাইকগাছায় আবারো লাশ উদ্ধার, জনমনে আতংক

শুক্রবার, অক্টোবর ১৭, ২০২৫

পাইকগাছা প্রতিনিধিঃ

পাইকগাছায় বৃহস্পতিবার ও শুক্রবার দু দিনে নদীর চর থেকে দু ‘টি লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ। এ ঘটনায় উপজেলা ব্যাপী মানুষের মধ্যে এক ধরনের আতংক দেখা দিয়েছে।
জানা যায়, পাইকগাছা উপজেলার দেলুটি ইউনিয়নের জিরবুনিয়া গ্রামের স্লুইসগেটের পাশে গতকাল বৃহস্পতিবার সকালে এলাকার লোকজন খুলনা শহরের সোনাডাঙ্গা এলাকার রানা খলিফা (৩৮) এর লাশ ভাসতে দেখে। আজ শুক্রবার উপজেলার সোলাদানা বাজারের খাঁ বাড়ির সামনে স্লুইসগেটের নিকট শিবসা নদীর চর থেকে আরও এক ব্যক্তির লাশ উদ্ধার হয়েছে। তিনিও খুলনা সোনাডাঙ্গা থানার মহসীন উদ্দীন সড়কের মৃত দেলোয়ার হোসেনের ছেলে আকরাম হোসেন (৩৫)। শুক্রবার ১৭-১০-২০২৫ বেলা সাড়ে ১১ টার দিকে সংবাদ পেয়ে নৌ-পুলিশ লাশ উদ্ধার করে। রিপোর্ট লেখা পর্যন্ত লাশের সুরৎহাল রিপোট তৈরী শেষে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি প্রস্তুতি চলছিল বলে নৌ পুলিশে দায়িত্ব থাকা কর্মকর্তা জানান। পাইকগাছা থানা ওসি রিয়াদ মাহমুদ মাহমুদ জানান নৌ-পুলিশ লাশ উদ্ধার করেছে এবং মর্গে পাঠানো হয়েছে। থানায় এখনও পর্যন্ত কোন মামলা বা অভিযোগ দেয়নি। পুলিশি তদন্ত অব্যাহত আছে। লাশ দু’টির ময়না তদন্ত রিপোর্ট পাওয়ার পর মুল ঘটনা জানা যাবে।