
পাইকগাছা প্রতিনিধিঃ
খুলনার পাইকগাছায় গত এক বছরে ৭৯ টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে ১৫ জন প্রাণ হারিয়েছেন। সেই সাথে দুর্ঘটনায় আহত হয়েছেন ৫৮ জন।
১৫ অক্টোবর বুধবার সকালে সড়ক দুর্ঘটনার এমন চিত্র তুলে ধরেন নিরাপদ সড়ক চাই পাইকগাছা উপজেলা শাখার উপদেষ্টা অধ্যক্ষ হাবিবুল্লাহ বাহার। ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতির কার্যালয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৫’ কে সামনে রেখে নিসচা’র পক্ষ থেকে ২০২৪ সালের নভেম্বর হতে ২০২৫ সালের অক্টোবর পর্যন্ত এক বছরের প্রতিবেদন প্রকাশ করা হয়। প্রতিবেদনে সড়ক দুর্ঘটনার কারণ হিসেবে সুষ্ঠু ব্যবস্থাপনা ও মনিটরিং এর অভাব, বেপরোয়া গাড়ি চালানো, লাইসেন্স বিহীন চালক নিয়োগ, ফিটনেস বিহীন গাড়ি ব্যবহার, বিরতি ছাড়া দীর্ঘ সময় একটানা গাড়ি চালানো, সড়কের বেহাল অবস্থা, চালক এবং পথচারীদের মধ্যে আইন না মানার প্রবণতা সহ বিভিন্ন বিষয় উল্লেখ করা হয়েছে।
গত এক বছরে যারা নিহত হয়েছেন তারা হলেন ২০২৪ সালের ১ নভেম্বর চেচুয়া গ্রামের তারক বিশ্বাসের ছেলে তমাল বিশ্বাস (২২), ৭ই ডিসেম্বর কাজীমুছা গ্রামের জহুর হালদারের মেয়ে সেলিনা বেগম (৪৫), ৩১ ডিসেম্বর মধুখালি গ্রামের কবিতা মন্ডল (৫৯), ৯ জানুয়ারি ২০২৫ হরিঢালী গ্রামের সোহরাব বিশ্বাসের ছেলে হাবিবুর রহমান ঝন্টু(৪০), ১৩ জানুয়ারি আগড়ঘাটা গ্রামের শেখ আবুল হোসেনের ছেলে রুহুল আমিন (৩০), ১২ এপ্রিল হরিদাসকাটী গ্রামের প্রভাষক নিত্যনন্দ দাশ, ২১ এপ্রিল পুরাইকাটী গ্রামের মৃত মাদার সরদারের ছেলে অবসরপ্রাপ্ত বিজিবি কর্মকর্তা আমজাদ হোসেন (৭০), ২৩ এপ্রিল বিরাশী গ্রামের মুছা গাজী (৫৫), ২৫ নভেম্বর কপিলমুনি শহরের ব্যবসায়ী অপূর্ব সাধুর স্ত্রী রীতা সাধু(৩২) ও ছেলে সৌরভ সাধু(০৫), পহেলা মে মটবাটি গ্রামের ফিরোজ মোড়ল (২৭), ১৪ মে ভিলেজ পাইকগাছা গ্রামের সুবোধ, ২০ জুলাই বোরহানপুর গ্রামের মৃত মনু গাজীর ছেলে মোকছেদ গাজী ও ১১ সেপ্টেম্বর আগড়ঘাটা গ্রামের মফিজুল ইসলামের ছেলে মোস্তাফিজ (১৭)। নিসচা’র পক্ষ থেকে সড়ক দুর্ঘটনা রোধে সড়ক পরিবহণ আইন যথাযথ বাস্তবায়ন, ট্রাফিক আইন মানা, নিরাপদ সড়ক নিশ্চিত করা, বাধ্যতামূলক হেলমেট ব্যবহার সহ সচেতনতা বৃদ্ধির উপর গুরুত্বারোপ করা হয়। অনুষ্ঠানে লন্ডনে চিকিৎসাধীন নিরাপদ সড়ক চাই এর প্রতিষ্ঠিতা চেয়ারম্যান চিত্র নায়ক ইলিয়াস কাঞ্চন এর দ্রুত সুস্থতা কামনা করা হয়। নিসচা উপজেলা শাখার সভাপতি এইচ এম শফিউল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি জিএম শুকুরুজ্জামান, পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাংবাদিক জিএম মিজানুর রহমান, নিসচা’র সিনিয়র সহ সভাপতি সাংবাদিক মোঃ আব্দুল আজিজ ও পল্লী চিকিৎসক মোঃ সিরাজুল ইসলামসহ সাংবাদিক এসএম আলাউদ্দিন সোহাগ, যুবদল নেতা আবু হুরায়রা বাদশা, কাজী ফারহানা আফরোজ প্রমুখ।