খুলনার পাইকগাছায় রাস্তার উপর কন্যা সন্তানের জন্ম দিলেন এক মানসিক ভারসাম্যহীন পাগলী

মঙ্গলবার, জুলাই ২৯, ২০২৫

 

শেখ আব্দুস সালামঃ
মানুষ রুপী পশুদের আক্রমণের শিকারে ভারসাম্যহীন পাগলী হয়ে পড়ে অন্তস্বত্বা। অচেনা অজানা পরিচয়হীন কুমারী পাগলী হলো মা। কোথা থেকে কতদিন এ এলাকায় সেটাও রয়ে গেছে অজানা। রাস্তার উপর ফুটফুটে ২.৬ কেজি ওজনের সন্তান ভূমিষ্ট হলো ডাক্তার কিংবা ধাত্রী ছাড়াই।

খুলনার পাইকগাছার পৌরসদরের প্রধান সড়েকের পাশে একটি দোকানের সিড়ির উপর সন্তান প্রসব করেছে মানসিক ভারসাম্যহীন পাগলী এক মা। সে মা হয়েছে কিন্তু বাপ হয়নি কেউ! মঙ্গলবার সকাল সাড়ে ১১ টার দিকে এ সন্তান ভূমিষ্ট হয়। উপজেলার প্রাণী সম্পদ অফিসের সামনে পৌরসভার ৫ নং ওয়ার্ডে প্রধান সড়কের পাশে এস এম সাউন্ড-এর দোকানের সিড়ির উপর সন্তানটি ভূমিষ্ট হয়। এ সময় তার পাশে কেউ ছিলোনা। তবে সন্তান ভূমিষ্টকালে পাগলির চিৎকার ও ছটফটানি দেখে কাছে যায় দোকানী লাবু। এ সময় পথচারী উপজেলার ২নং কপিলমুনি ইউপির শ্যামনগর গ্রামের মানবিক পল্লী চিকিৎসক আব্দুল হালিম সানা এগিয়ে এসে সদ্য ভূমিষ্ট কন্যা শিশু ও পাগলী মাকে পাইকগাছা হাসপাতালে ভর্তি করে চিকিৎসা সেবার ব্যবস্থা করেন। তবে হাসপাতালের বেডে মা ও সন্তানকে এক জায়গায় রাখলে সে শিশুটিকে চেপে চেপে ধরার চেষ্টা করলে হাসপাতাল কর্তৃপক্ষ মা ও শিশুকে আলাদা জায়গায় রাখছেন। এদিকে পিতৃ পরিচয়হীন এই শিশু ও মানসিক ভারসাম্যহীন পাগলী মায়ের পাশে দাড়িয়ে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করায় উপজেলা ব্যাপী প্রশংসায় ভাসছেন পল্লী চিকিৎসক আব্দুল হালিম সানা।হাসপাতালের চিকিৎসক শাকিলা আফরোজ বলেন, মা ও শিশু সুস্থ আছে।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস বলেন, বিষয়টি শুনেছি হাসপাতালে যেয়ে দেখে শুনে কি করা যায় ইউএনও স্যারের সাথে পরামর্শ করে ব্যবস্থা নেয়া হবে। উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন বলেন, সবাই মিলে চেষ্টা করুন তার পরিচয়টা জানা যায় কিনা। আর সেটা সম্ভব না হলে সরকারীভাবে যা যা করা যায় তার জন্য সমাজসেবা অফিসারকে ব্যবস্থা নিতে বলেছি।