
শেখ আব্দুস সালামঃ
খুলনার পাইকগাছা উপজেলার কামারাবাদ ও ভৈরবঘাটা মৌজার ১১০ বিঘার সরকারী খাসখাল উন্মুক্তকরণ, গেট পুনঃনির্মাণ, মিথ্যা মামলা প্রত্যাহার ও জালিয়াতী চক্রের হোতা অবৈধ দখলবাজকে গ্রেপ্তারের দাবীতে বিক্ষোভ,মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বেলা সাড়ে১১টায় পাইকগাছা আদালত সংলগ্ন মেইন সড়কে এ কর্মসূচী পালিত হয়। সমাবেশ ও মানববন্ধন সভাপতিত্ব করেন সাবেক ইউপি সদস্য মোঃ আরশাফ আলী খাঁ। প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক ডাঃ আব্দুল মজিদ। বক্তব্য রাখেন বিএনপি নেতা শামসুল আলম পিন্টু, তুষার কান্তি মন্ডল, জামায়াত নেতা মাওলানা বুলবুল আহমেদ,কপিলমুনি বণিক সমিতির সভাপতি শেখ আনারুল ইসলাম, মজিদ গাজী,আকিজ উদ্দিন, হারুন-অর রশীদ হারন গাজী, সুজায়েত গাজী, আমানউল্লাহ আমান, সুমন আহম্মেদ ও আবু বাক্কার সানা।বক্তারা বলেন, স্থানীয় প্রভাবশালী নির্মল মন্ডলরা জাল কাগজপত্র তৈরি করে কামারাবাদ ও ভেরবঘাটা মৌজায় অবস্থিত ১১০ বিঘার সরকারী খাসখাল জবর দখলের চেষ্টা করছে। যা নিয়ে এলাকাবাসীর সাথে চরম বিরোধ দেখা দিয়েছে। সৃষ্টি হয়েছে মামলা মকদ্দমা। সমাবেশে পানি নিষ্কাশনের পথ যাতে বন্ধ না হয়, গেট পুনঃনির্মাণ এবং মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়।