
পাইকগাছা প্রতিনিধিঃ
পাইকগাছা পৌরসভা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন কে কেন্দ্র করে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৭ জন প্রার্থী। ১৩ সেপ্টেম্বর শনিবার মনোনয়ন সংগ্রহ ও জমা দেওয়ার ছিল শেষ দিন। নির্ধারিত সময়ের মধ্যে সভাপতি পদে ২, সাধারণ সম্পাদক পদে ২ এবং দু’টি সাংগঠনিক পদের বিপরীতে ৩ জন সহ ৩ টি পদের বিপরীতে মোট ৭ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন বলে নিশ্চিত করেছেন নির্বাচন কমিশনার সাবেক ছাত্রনেতা জিএম মিজানুর রহমান। সভাপতি পদে মনোনয়ন জমা দিয়েছেন বর্তমান পৌর বিএনপির আহবায়ক আসলাম পারভেজ ও জেলা বিএনপির সাবেক তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মিরাজুল ইসলাম মিরাজ। সাধারণ সম্পাদক পদে বর্তমান পৌর বিএনপির যুগ্ম আহবায়ক সাবেক কাউন্সিলর কামাল আহমেদ সেলিম নেওয়াজ ও বর্তমান যুগ্ম আহবায়ক ও সাবেক আহবায়ক সেলিম রেজা লাকি। সাংগঠনিক দু’টি পদের বিপরীতে ৩ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন বর্তমান পৌর বিএনপির যুগ্ম আহবায়ক এসএম মোহর আলী, সাবেক ছাত্রনেতা শেখ রুহুল কুদ্দুস, সাবেক কাউন্সিলর মনিরুল ইসলাম মন্টু। আগামী ১৮ সেপ্টেম্বর সম্মেলন অনুষ্ঠিত হবে। ৫৯৮ জন ভোটাররা ভোট দিয়ে সভাপতি, সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করবেন।