
পাইকগাছা প্রতিনিধিঃ
সোমবার দুপুরে পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে অনুষ্ঠিত নির্বাচনে সকল সদস্যদের প্রকাশ্য ভোট প্রদান করেন। ভোটে নির্বাচিতরা হলেন সভাপতি জি এম মিজানুর রহমান মিজান ( দৈনিক যুগান্তর ও লোকসমাজ), সহ-সভাপতি মোঃ হাফিজুর রহমান রিন্টু (দৈনিক অনির্বাণ) সাধারণ সম্পাদক মোঃ আসাদুল ইসলাম আসাদ ( দৈনিক কালবেলা ও খুলনা গেজেট, RTV),যুগ্ম সাধারণ সম্পাদক কাজী সোহাগ (দৈনিক চৌকস),কোষাধ্যক্ষ আনোয়ারুল ইসলাম (দৈনিক দেশ বুলেটিন), দপ্তর সম্পাদক মোঃ মাজাহারুল ইসলাম মিথুন (দৈনিক প্রতিদিনের কথা),নির্বাহী সদস্য যথাক্রমে মোঃ ফসিয়ার রহমান (প্রতিদিনের বাংলাদেশ ও দৈনিক ফুলতলা), ফিরোজ আহম্মেদ (দৈনিক সংগ্রাম),জহুরুল হক (দৈনিক সত্যপাঠ)। নির্বাচন পরিচালনা করেন রাবিদ মাহমুদ চঞ্চল (বিশেষ প্রতিনিধি দৈনিক দিনকাল),জিয়াউদ্দীন নায়েব (দৈনিক নওরোজ), আক্তারুজ্জামান লিটন (এশিয়ান টেলিভিশন)। উপস্থিত ছিলেন বিদায়ী সভাপতি শেখ সেকেন্দার আলী (দৈনিক রুপালী বাংলাদেশ ও খবর পত্র), মানসুর রহমান জাহিদ (ঢাকা প্রতিদিন ও সংযোগ প্রতিদিন) শাফিয়ার রহমান ( দৈনিক রুপবানী)।