খুলনা-৬  আসনে বিএনপির মনোনীত প্রার্থী মনিরুল হাসান বাপ্পির আগমনে নেতা কর্মীদের আনন্দ উচ্ছাস

বৃহস্পতিবার, নভেম্বর ৬, ২০২৫

পাইকগাছা প্রতিনিধিঃ
বৃহস্পতিবার(৬ নভেম্বর) সকাল ১১ টায় পাইকগাছার প্রবেশ দ্বার শাপলা চত্বরে পৌঁছালে শত শত নেতাকর্মীরা ধানের শীষ ও ফুল দিয়ে তাকে বরণ করেন নেন। দুপুর ১২ টায় শাপলা চত্বর থেকে রওনা দিয়ে পাইকগাছা জিরো পয়েন্ট পৌঁছালে মটরসাইকেল বহর ও পায়ে হেঁটে নেতাকর্মীদের সাথে মিছিল সহকারে পাইকগাছা প্রেসক্লাবে কর্মীসভায় ও প্রচার মিছিলে যোগদান করেন।

দুপুর ১ টায় শুরু হওয়া কর্মীসভায় সভাপতিত্ব করেন পাইকগাছা বিএনপির আহবায়ক ডাঃ আব্দুল মজিদ, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু। অধির আগ্রহে অপেক্ষায় থাকা নেতাকর্মীদের উদ্দেশে বিএনপির মনোনীত প্রার্থী মনিরুল হাসান বাপ্পি তার বক্তব্য বলেন, কয়রা পাইকগাছা আসনে ধানের শীষ প্রতীক নিয়ে বিজয়ী হলে আমার দ্বারা কেউ বৈষম্যের শিকার হবে না।
ন্যায্য অধিকার আদায়ের আমি সব সময়ই জনগণের জন্য কাজ করে যাব। তিনি আরো বলেন, বিএনপির নেতাকর্মীরা মন দিয়ে কাজ করে তাহলে এক মাসের মধ্যে দাঁড়ি পাল্লা প্রার্থীর খোঁজ থাকবে না। সাংগঠনিক বিষয়ে তিনি বলেন, আগামী এক সপ্তাহের মধ্যে সব এলাকায় নেতাকর্মীদের সাথে নিয়ে বসে ঐক্যবদ্ধ ভাবে চলতে হবে।
বিশেষ অতিথি ছিলেন, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সহসভাপতি ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ডাইরেক্টর আমিরুল ইসলাম কাগজী, উপজেলা বিএনপির সাবেক সভাপতি এ্যাড,জিএ সবুর, সাবেক সাধারণ সম্পাদক এ্যাড,আবু সাঈদ, জেলা বিএনপির আশরাফুল আলম নান্নু, কৃষকদলের জেলা সভাপতি মোল্ল্য কবির হোসেন, সম্পাদক শেখ আবু সাঈদ, জেলা যুবদল সাধারণ সম্পাদক নাজিমুজ্জামান জনি, স্বেচ্ছাসেবক দলের জেলা সম্পাদক আব্দুল মান্নান মিস্ত্রি।
পৌর বিএনপির আহবায়ক আসলাম পারভেজে সম্পাদক সেলিম নেওয়াজ, উপজেলা বিএনপির সদস্য সচিব এমদাদুল হক এর পরিচালনায় আরো বক্তব্য রাখেন, সাবেক চেয়ারম্যান শাহাদাৎ হোসেন ডাবলু, সেলিম রেজা লাকী, আবুল হোসেন প্রমুখ।
সমাবেশে শেষে বিএনপির নেতাকর্মীদের সাথে নিয়ে পৌর সদরে তারেক রহমানের ৩১ দফার লিফলেট বিতরণ ও ধানের শীষ প্রতীকের গনসংযোগসহ ভোট প্রার্থনা করেন।