খুলনা-৬ এ বিএনপির মনোনয়ন প্রত্যাশী ডাঃ মজিদের গণসংযোগ

মঙ্গলবার, আগস্ট ৫, ২০২৫

শেখ আব্দুস সালামঃ

পাইকগাছা কয়রা খুলনা ৬ আসনের মনোনয়ন প্রত্যাশী ডাঃ মোঃআব্দুল মজিদের খোলাধনা ইউনিয়নের নির্বাচনী প্রচার অভিযান,
সোমবার সোলাদানা ইউনিয়নে বেতবুনিয়া খেয়াঘাট বাজার, কুচিয়া নদীর বান, বিকটমারি বাজারে,ডাঃ মোঃ আব্দুল মজিদের পক্ষে ব্যাপক গণসংযোগ, লিফলেট বিতরণ, ও পথসভা অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন, বিশিষ্ট চিকিৎসক, ডাঃ মোঃ আব্দুল মজিদ এমবিবিএস । অন্যান্য মধ্যে বক্তব্য রাখেন, আইনজীবী সমিতির সভাপতি ও পৌর আহবায়ক, জি এম আব্দুস সাত্তার, তুষার কান্তি মন্ডল, আব্দুল মজিদ গোলদার ,প্রনব কান্তি মন্ডল,মিজান জোয়ারদার, মেসের আলী সানা, মাস্টার মজিবর রহমান, মফিজুল ইসলাম টাকু, ছাহেব আলী সানা, প্রভাষক মনিরুজ্জামান মনি মনি, হুরাইয়া বাদসা,মারুফ হোসেন প্রিন্স, রায়হান পারভেজ টিপু, আবু সুফিয়ান,নাসির হোসেন, মিজান গাজী, হাফিজুল গাইন, শাহাবুদ্দিন গায়েন, শাহ আলম প্রমুখ।