খোলা চিঠি নামক অরাজনৈতিক সংগঠনের আত্মপ্রকাশ

শনিবার, সেপ্টেম্বর ৬, ২০২৫

 

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে আত্মপ্রকাশ করেছে নতুন অরাজনৈতিক সংগঠন “খোলা চিঠি”। শনিবার (৬ সেপ্টেম্বর, ২০২৫) ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ের নায়ক জালাল আহমেদ এর পক্ষে খোলা চিঠি পাঠের মাধ্যমে সংগঠনটি সামনে আসে।

উক্ত আত্মপ্রকাশ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুলাই গণঅভ্যুত্থানের শহীদ মিরাজের পিতা আব্দুর রউফ। এছাড়া আরও উপস্থিত ছিলেন, আমান উল্লাহ ফারাবি, নিয়ামত উল্লাহ, মোঃ ইলিয়াস হোসেন, রিপন হোসেন, কাজী আশফিক রাসেল, মোঃ আলম হোসেন, নুরুল হুদা, ইকরাম, মনিরুল প্রমুখ।

এসময় সংগঠনটির লোগো ও ইমেইল এড্রেস উন্মোচন করা হয় এবং গঠনতন্ত্র প্রকাশ করা হয়।

খোলা চিঠি পাঠ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নুরুল হুদা। চিঠিতে ২০১৩, ২০১৮ ও ২০২৪ এর কোটা সংস্কার আন্দোলনে জালাল আহমেদের অপরিসীম ভূমিকার কথা তুলে ধরা হয় এবং আগামী ৯ সেপ্টেম্বরের মধ্যে তার মুক্তির দাবি জানানো হয়।

জালাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৩-১৪ সেশনের শিক্ষার্থী। তিনি ফ্যাসিবাদবিরোধী আন্দোলন করতে গিয়ে আওয়ামী লীগের রাষ্ট্রদ্রোহ মামলা, রিমান্ড ও ছাত্রলীগের নির্মম নির্যাতনে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন। গত ২৬ শে আগস্ট মধ্যরাতে রুমমেটের সাথে দ্বন্ধের জেরে কোনো প্রকার বিচার বিশ্লেষণ ছাড়া ঢাবি শিক্ষার্থীরা তার উপর হামলা চালায় এবং তাকে হল থেকে বহিষ্কার ও শাহবাগ থানায় হত্যাচেষ্টা মামলা করে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন।