গণতান্ত্রিক ধারাবাহিকতায় যারা বাঁধা সৃষ্টি করবে তাদের সাথে বিএনপির কোন অপোষ নাই

মঙ্গলবার, ফেব্রুয়ারি ১৮, ২০২৫

জাতির সংবাদ ডটকম।।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র চেয়ারপার্সন এর উপদেষ্টা ঝিনাইগাতীর কর্মীদের অভিনন্দন জানিয়েছে।

গত ১৫ ফেব্রুয়ারী শেরপুর জেলার ঝিনাইগাতী উপ-জেলায় আনুষ্ঠানিক ভাবে জননেতা তারেক রহমান এর ৩১ দফা বিলির আনুষ্ঠানিক উদ্ভোধন ও বিলি করেন।

এ সময় উপজেলা নেতা ছামিউল হক সাদা সহ নানা বাঁধা উপেক্ষা করে বিলি করেন।

তিনি বলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের কর্মী কারো রক্তচক্ষু উপেক্ষা করে দেশের সার্বভোমত্ত আর জনজীবন স্বস্তি রক্ষা আন্তরিক এটা প্রমান করেছেন।

মঙ্গলবার সকাল থেকেই কাংশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আতাউর, ধানশাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃশফিকুল,নলকূড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃজামান,গৌরীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃপলাশ,ঝিনাইগাতী ইউনিয়ন পরিষদের এর মোঃশাহাদাৎ, হাতীবান্ধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃজাহাঙ্গীর, মালিঝিকান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃমোজাম্মেল এর নেতৃত্বে স্ব স্ব ইউনিয়নে দেশনায়ক তারেক রহমান এর ৩১ দফা বিলি করায় অভিনন্দন জানান এ,কে,এম,আমিনুল হক এফসিএ।

 

তিনি তার অভিনন্দন বার্তায় বলেন দলীয় কার্যকলাপ নয়,চাঁদবাজ, সন্ত্রাসী, মাদকব্যবসায়ী,বালুমহল দখলকারীদের বিরুদ্ধে রাষ্ট্রের সকল প্রতিষ্টান শক্ত অবস্হান নিতে হবে। চেয়ারপার্সন এর উপদেষ্টা বলেন গণতান্ত্রিক ধারাবাহিতা যারা বাঁধা সৃষ্টি করবে তাদের সাথে বিএনপির কোন অপোষ নাই।

তিনি আরো বলেন গত ১৫ বছর যারা জনজীবনে স্বস্তি ফিরে আনতে গিয়ে আমিও ১০ মামলায় অভিযুক্ত হই। তিনি বলেন তারপরও দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের সকল কর্মী কাঁধে-কাধ মিলিয়ে গণতন্ত্র প্রতিষ্টা হওয়া পর্যন্ত জনগনের পাশে থাকবে ইনশাআল্লাহ।