গণমাধ্যম ও উন্নয়নমূলক বেসরকারি সংগঠনগুলোর পারস্পরিক সহযোগিতা জনস্বাস্থ্য  উন্নয়নে ভূমিকা রাখবে

বৃহস্পতিবার, ডিসেম্বর ১৮, ২০২৫

জাতির সংবাদ ডটকম।। 


‎জনস্বার্থ সংশ্লিষ্ট সঠিক ও তথ্যভিত্তিক সংবাদসমুহ জনগণ, যথাযথ কর্তৃপক্ষ ও নীতি নির্ধারকদের কাছে উপস্থাপনের ক্ষেত্রে গণমাধ্যমগুলো ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ । সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে বেসরকারি  উন্নয়ন সংস্থা এবং গণমাধ্যগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা জোরদার করা প্রয়োজন। আজ ১৮ ডিসেম্বর ২০২৫, সকাল ১১.৩০ মিনিটে ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ (ডাব্লিউবিবি) ট্রাস্ট এর কৈবর্ত সভাকক্ষে “জনস্বাস্থ্য উন্নয়নে গণমাধ্যমকর্মীগণের সাথে মতবিনিময়” শীর্ষক এরটি সভায় উপস্থিত আলোচকগণ এ কথা বলেন।

‎ডাব্লিউবিবি ট্রাস্ট এর পরিচালক গাউস পিয়ারী এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের মিডিয়া কর্মকর্তা নাজমুন নাহার। অনুষ্ঠানের শুরুতে ডাব্লিউবিবি ট্রাস্ট এর কাজের বিস্তৃত ক্ষেত্র নিয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন, সংস্থার সিনিয়র প্রকল্প কর্মকর্তা সামিউল হাসান সজীব। অনুষ্ঠানে আরো আলোচনা করেন, ডাব্লিউবিবি ট্রাস্ট এর হেড অব প্রোগ্রাম সৈয়দা অনন্যা রহমান, প্রকল্প ব্যবস্থাপক নাঈমা আকতার। গণমাধ্যম প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন, জাতির সংবাদ ডটকম এর সম্পাদক রাসেল আহমেদ, ঢাকা এক্সপ্রেসের, নির্বাহী সম্পাদক সোহেল অতল, জাতীয় দৈনিক সরেজমিনের বার্তা সম্পাদক মো. রিপন হাওলাদার, দুর্নীতির সন্ধানে সংবাদপত্রের সম্পাদক এসএম উজ্জ্বল হোসেন, জাতির সংবাদ সংবাদপত্রের সম্পাদক রাসেল আহমেদ, জনপ্রশাসন সংবাদমাধ্যমের চিফ রিপোর্টার মাখদুম সামি কল্লোল, ভোরের ডাক সংবাদপত্রের স্টাফ রিপোর্টার মো. বায়েজিদ মুনশী, বিডি ২৪ লাইভ পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার সাইফুল আলম সরকার।

‎অনুষ্ঠানে জনস্বাস্থ্য বিষয়ক নানামুখী কাজের অভিজ্ঞতা, চ্যালেঞ্জ এবং সংকট থেকে উত্তোরন পথ নিয়ে আলোচনা করা হয়। জনস্বাস্থ্য উন্নয়নে তামাক নিয়ন্ত্রণ, শব্দ দূষন নিয়ন্ত্রণ, ব্যক্তিগত গাড়ি নিয়ন্ত্রণ, হেলথ প্রমোশন, পরিবেশ,  পরিকল্পিত নগরায়ন, শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে মোবাইল প্লে- গ্রাউন্ড নিরাপদ যাতায়াত, নিরাপদ খাদ্য, পানি ও স্যানিটেশন, মাঠ- পার্ক, জলাশয় সুরক্ষা, কৃষকের বাজার, স্কুল গার্ডেনিং, মোবাইল প্লে-গ্রাউন্ড, ভিন্নভাবে সক্ষম ব্যক্তিদের অধিকার, জেন্ডার এবং বাসযোগ্য নগর গড়ে তোলার বিষয়ে বিস্তারিত আলোচা করা হয়।

‎মতবিনিময় সভায় অংশগ্রহণকারী গণমাধ্যম প্রতিনিধিগণ জনকল্যাণে ডাব্লিউবিবি ট্রাস্ট এর উদ্যোগসমূহর প্রশংসা করেন। তারা বলেন জনস্বাস্থ্যকে প্রাধান্য দিয়ে সুন্দর বাংলাদেশ গড়ে তোলার জন্য ডাব্লিউবিবি ট্রাস্ট এর উন্নয়নমূলক কর্মসূচিগুলো অত্যন্ত প্রসংসার দাবীদার। এ কাজগুলোর সুফল জনগনের কল্যানে সহায়ক ভূমিকা রাখবে। জনগুরুত্বপূর্ণ এ বিষয়গুলো সংশ্লিষ্ট নীতিনির্ধারক ও জনগনের কাছে আরো বেশি নিয়ে যেতে হবে। অংশগ্রহণকারীগণ গণমাধ্যমের সম্পৃক্ততা বৃদ্ধির বিভিন্ন কৌশল নিয়েও আলোচনা করেন। তারা আরো বলেন, গণমাধ্যম ও বেসরকারি সংগঠনগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা জোরদার হলে সমাজের বিভিন্ন সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ গ্রহণ করা সম্ভব হবে। এ ক্ষেত্রে গণমাধ্যমকর্মীদেরও পেশাগত দায়িত্বশীলতা ও অনুসন্ধানী ভূমিকা আরও জোরদার করা প্রয়োজন। ভবিষ্যতেও গণমাধ্যমের সাথে নিয়মিত সংলাপ অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।