গণস্বাস্থ্য ট্রাস্টি বোর্ড ও কেন্দ্রসহ বিভিন্ন সংস্থার যৌথ সভা অনুষ্ঠিত

শনিবার, মে ৬, ২০২৩

 

জাতির সংবাদ ডটকম।।

শনিবার (৬ মে) দুপুরে সাভার গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিকেল কলেজ হাসপাতালের মিটিং রুমে ‘গণস্বাস্থ্য ট্রাস্টি বোর্ড সদস্যদের এবং গণস্বাস্থ্য কেন্দ্রের বিভিন্ন সংস্থার পরিচালনা পর্ষদের সদস্যদের সমন্বয়ে গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়‘।

 

আলোচনা সভায় সভাপতিত্ব করেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন অধ্যাপক আলতাফুন্নেছা, উপস্থিত ছিলেন ও আলোচনায় অংশগ্রহণ করেন, ট্রাস্টি ডা: মোঃ নাজিমুদ্দিন আহমেদ, ট্রাস্টি সন্ধ্যা রায়, ট্রাস্টি ও গণস্বাস্থ্য কেন্দ্রের প্রধান নির্বাহী কর্মকর্তা ডা. মনজুর কাদির আহমেদ,ট্রাস্টি ডা. কনা চৌধুরী, অধ্যাপক ডা. মেজবাহ উদ্দীন, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টু, গণস্বাস্থ্য কেন্দ্রের সিনিয়র পরিচালক ডা. রেজাউল হক, গণস্বাস্থ্য কেন্দ্রের পরিচালক গবেষণা ডা. তারিকুল ইসলাম, গণস্বাস্থ্য বেসিক কেমিকেলসের ব্যবস্থাপনা পরিচালক মীর আব্দুল নকীব, গণস্বাস্থ্য ক্রেডিট কো-অপারেটিভ সোসাইটি লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ সিরাজুল ইসলাম, গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোঃ সাইফুল ইসলাম, সাভার গণস্বাস্থ্য হাসপাতাল এর পরিচালক ডা. গিয়াস উদ্দিন, গণস্বাস্থ্য

কেন্দ্রের এইচ আর পরিচালক আকলিমা খাতুন, কৃষি সমবায় পরিচালক রন্জন কুমার মিত্র, ভূমি কর্মকর্তা এস এম মহিবুল্লাহ মহিউদ্দিন, মো: আব্দুস সালাম, গণমুদ্রণ এর নির্বাহী কর্মকর্তা ইমতিয়াজ উদ্দিন আহম্মেদ, গ্রামীন টেক্সটাইল এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ ফিরোজ ভূইয়া, ব্যবস্থাপক অর্থ রাজিব মুন্সি,মান উন্নয়ন ব্যবস্থাপক ড. মোশরেকা খাতুন প্রমূখ।

 

সভার প্রারম্ভে ডা. জাফরুল্লাহ চৌধুরীর স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। অত:পর তাঁর জন্য দোয়া কামনা করে মোনাজাত করা হয়।

 

আলোচনায় গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ও কর্মকর্তাগন বলেন,”গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি মরহুম ডা. জাফরুল্লাহ চৌধুরীর অসমাপ্ত কাজ ও তাঁর রেখে যাওয়া স্বপ্নগুলো বাস্তবায়নের মধ্যে দিয়ে এগিয়ে নেওয়া সকলের মূল লক্ষ্য। তিনি যেভাবে গ্রামীন মানুষের বিনামূল্যে স্বাস্থ্য চিকিৎসা সেবা ও শিক্ষা, মানবতার জন্য অসহায়দের খাদ্য সহায়তায় আজীবন কাজ করেছেন বর্তমানে গণস্বাস্থ্য তাঁর রেখে যাওয়া পথে এগিয়ে যাবে। তিনি ছিলেন বিশ্বে ‘পাবলিক হেলথ মুভেন্ট (PHM)’নেতা।

গণস্বাস্থ্য কেন্দ্র ও তার সহযোগী সংস্থাগুলি মনে করে ডা. জাফরুল্লাহ চৌধুরীর মৃত্যুতে গণস্বাস্থ্য কেন্দ্র ও দেশের অপূরনীয় ক্ষতি হয়েছে। তাঁর কর্মময় জীবন ও আদর্শ আগামীতে চলার পথে গণস্বাস্থ্য পরিবারকে শক্তি যোগাবে।”