গবেষণার মাধ্যমে টেকসই বাংলাদেশের ভিত্তি তৈরি হয় : পিবিপ্রবি উপাচার্য

শনিবার, অক্টোবর ১৮, ২০২৫

জাতির সংবাদ ডটকম।।

গবেষণার মাধ্যমে টেকসই বাংলাদেশের ভিত্তি তৈরি হয় বলে মন্তব্য করেছেন পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পিবিপ্রিবি) উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম। বরিশাল বিশ্ববিদ্যালয় রিসার্চ সোসাইটি কর্তৃক আয়োজিত প্রথম জাতীয় ইয়ুথ রিসার্চ সামিট ২০২৫ এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

‘Multidisciplinary Youth Research Towards a Sustainable Bangladesh’ বিষয়ের ওপর অদ্য ১৮ অক্টোবর শনিবার বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দিনব্যাপী অনুষ্ঠিত এই সামিটে সারাদেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে প্রায় ৫০০ প্রতিযোগী অংশ নেয়।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম বলেন, গবেষণার মাধ্যমেই টেকসই বাংলাদেশের ভিত্তি তৈরি হয়। গবেষণা কেবল জ্ঞানের পরিধিই বাড়ায় না; বরং সমাজের গভীর সমস্যাগুলো চিহ্নিত করে এবং সেসব সমস্যার কার্যকর ও স্থায়ী সমাধান বের করে। আমরা বিশ্বাস করি, তরুণরাই একটি টেকসই ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের রূপকার। গবেষণা ও জ্ঞান আদান-প্রদানের মাধ্যমে তরুণরাই সমাজ ও দেশের পরিবর্তনের পথিকৃৎ হয়ে উঠতে পারে।

তিনি আরও বলেন, আজকের বিশ্বের সমস্যাগুলো অত্যন্ত জটিল। এসব সমস্যা আন্তঃসম্পর্কীয় ও আন্তঃবিভাগীয়। একটি বিভাগ অথবা একটি বিষয় দিয়ে এসব সমস্যার সমাধান করা সম্ভব নয়। জলবায়ু পরিবর্তন, জনস্বাস্থ্য, অর্থনৈতিক বৈষম্য, সাইবার নিরাপত্তার মতো চ্যালেঞ্জ মোকাবিলার জন্য আমাদের বহুমুখী গবেষণা দরকার।

বরিশাল বিশ্ববিদ্যালয় রিসার্চ সোসাইটিকে ধন্যবাদ জানিয়ে ভবিষ্যতেও এ ধরনের কনফারেন্স আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।

বরিশাল বিশ্ববিদ্যালয় রিসার্চ সোসাইটির সাধারণ সম্পাদক জারিন তাসনীমের সঞ্চালনায় সভাপতিত্ব করেন মো. আজম খান।

এর আগে সকাল ৯:০০টায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম কনফারেন্সের উদ্বোধন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. আবু বিন হাসান সুসান কনফারেন্সের মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন।

অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম, এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শফিকুল বারী, ট্রাস্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ মনজুরুল করিম, ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম বিভাগের অধ্যাপক ড. মো. রাকিবুল হক, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম, পূবালী ব্যাংকের বরিশাল অঞ্চলের ডিজিএম মুহাম্মদ মোসাহেদুল্লাহ প্রমুখ।

আয়োজকেরা জানান, এই কনফারেন্স দেশের বিভিন্ন প্রান্তের শিক্ষার্থী ও দেশের তরুণ গবেষকদের একত্রিত করেছে, যাতে তারা নিজেদের মধ্যে চিন্তাশক্তি বিনিময় করতে পারে। এর মাধ্যমে অংশগ্রহণকারীরা নিজেদের উপস্থাপন করার এবং একটি সুন্দর ভবিষ্যতের জন্য একসঙ্গে কাজ করার সুযোগ পাবেন। সমাজ ও বাস্তব জীবনের সমস্যা অন্বেষণ ও সমাধান করা, নিজেদের সৃজনশীলতা প্রকাশ করা এবং সহগবেষক, শিক্ষক ও পরামর্শদাতাদের সঙ্গে সম্পর্ক গড়ে তোলার জন্য কনফারেন্সটি তরুণ মেধাবীদের দারুণভাবে সহায়তা করবে বলেও মনে করেন আয়োজকেরা।