গরিব প্রতিবন্ধী ও অসহায়দের সেবা দিয়ে যাচ্ছেন ইফফাত ফাউন্ডেশন 

শনিবার, এপ্রিল ১২, ২০২৫

 

সুমন কুমার বুলেট নওগাঁ জেলা প্রতিনিধিঃ

নওগাঁর মহাদেবপুর উপজেলার এনায়েতপুর ইউনিয়নে ঈদের আনন্দ ভাগাভাগির প্রয়াসে ইফফাত ফাউন্ডেশন এর পক্ষ থেকে গরিব-দুঃখী অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ঈদ উপহার দিলেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ইমরুল কায়েস,সহ-সভাপতি মহাদেবপুর উপজেলা কৃষক দল, উপজেলার এনায়েতপুর ইউনিয়নে প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে প্রতিবন্ধী ও অসহায়দের মাঝে ঈদ উপহার দিয়ে বেড়াচ্ছেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান৷

ইউনিয়নের ৭০ টি অসহায় ও প্রতিবন্ধীদের পরিবারের মাঝে এই ঈদ উপহার দেওয়া হয়েছে৷

গরিব প্রতিবন্ধী ও অসহায়দের মাঝে ঈদ উপহারসহ তাদের ভালো-মন্দ ও খোঁজখবর নিয়ে বেড়াচ্ছেন এই ইফফাত ফাউন্ডেশন এর চেয়ারম্যান৷

প্রতিবন্ধীদের পরিবার ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, প্রতিষ্ঠানটির চেয়ারম্যান সুখে দুখে সব সময় তাদের খোঁজ খবর নেওয়া থেকে শুরু করে ভালো-মন্দ সবকিছুই নিঃস্বার্থভাবে দেখভাল করছেন ইফফাত

ফাউন্ডেশন৷

প্রতিষ্ঠানটির পরিচালকের সঙ্গে কথা বললে তিনি জানান,গরিব অসহায় ও প্রতিবন্ধীদের সারা জীবন আমি সেবা করে যেতে চাই৷ তিনি আরো জানান, সরকারি বেসরকারি প্রতিষ্ঠানগুলো যদি ইফফাত ফাউন্ডেশন এর পাশে দাঁড়ায় তাহলে আমি উপজেলার প্রত্যেকটা ইউনিয়ন এবং ওয়ার্ডের প্রতিবন্ধীর পাশে দাঁড়িয়েই এভাবেই সেবা করে যেতে চাই৷

এছাড়াও ইফফাত ফাউন্ডেশন সরকারি বেসরকারি প্রাইমারি স্কুলের শিক্ষার্থীদের খাতা, কলম স্কুলব্যাগ ও গরিব ছাত্রছাত্রীদের আর্থিক সাহায্য করে এই ফাউন্ডেশনটি৷ অসহায় গরিবদের মাঝে শীত বস্ত্র বিতরণ থেকে শুরু করে প্রতিবন্ধীদের হুইলচেয়ার ও প্রতিমাসে কিছু আর্থিক সাহায্য পর্যন্ত দিয়ে থাকে এই প্রতিষ্ঠানটি৷