
সুমন কুমার বুলেট নওগাঁ জেলা প্রতিনিধিঃ
নওগাঁর মহাদেবপুর উপজেলার এনায়েতপুর ইউনিয়নে ঈদের আনন্দ ভাগাভাগির প্রয়াসে ইফফাত ফাউন্ডেশন এর পক্ষ থেকে গরিব-দুঃখী অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ঈদ উপহার দিলেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ইমরুল কায়েস,সহ-সভাপতি মহাদেবপুর উপজেলা কৃষক দল, উপজেলার এনায়েতপুর ইউনিয়নে প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে প্রতিবন্ধী ও অসহায়দের মাঝে ঈদ উপহার দিয়ে বেড়াচ্ছেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান৷
ইউনিয়নের ৭০ টি অসহায় ও প্রতিবন্ধীদের পরিবারের মাঝে এই ঈদ উপহার দেওয়া হয়েছে৷
গরিব প্রতিবন্ধী ও অসহায়দের মাঝে ঈদ উপহারসহ তাদের ভালো-মন্দ ও খোঁজখবর নিয়ে বেড়াচ্ছেন এই ইফফাত ফাউন্ডেশন এর চেয়ারম্যান৷
প্রতিবন্ধীদের পরিবার ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, প্রতিষ্ঠানটির চেয়ারম্যান সুখে দুখে সব সময় তাদের খোঁজ খবর নেওয়া থেকে শুরু করে ভালো-মন্দ সবকিছুই নিঃস্বার্থভাবে দেখভাল করছেন ইফফাত
ফাউন্ডেশন৷
প্রতিষ্ঠানটির পরিচালকের সঙ্গে কথা বললে তিনি জানান,গরিব অসহায় ও প্রতিবন্ধীদের সারা জীবন আমি সেবা করে যেতে চাই৷ তিনি আরো জানান, সরকারি বেসরকারি প্রতিষ্ঠানগুলো যদি ইফফাত ফাউন্ডেশন এর পাশে দাঁড়ায় তাহলে আমি উপজেলার প্রত্যেকটা ইউনিয়ন এবং ওয়ার্ডের প্রতিবন্ধীর পাশে দাঁড়িয়েই এভাবেই সেবা করে যেতে চাই৷
এছাড়াও ইফফাত ফাউন্ডেশন সরকারি বেসরকারি প্রাইমারি স্কুলের শিক্ষার্থীদের খাতা, কলম স্কুলব্যাগ ও গরিব ছাত্রছাত্রীদের আর্থিক সাহায্য করে এই ফাউন্ডেশনটি৷ অসহায় গরিবদের মাঝে শীত বস্ত্র বিতরণ থেকে শুরু করে প্রতিবন্ধীদের হুইলচেয়ার ও প্রতিমাসে কিছু আর্থিক সাহায্য পর্যন্ত দিয়ে থাকে এই প্রতিষ্ঠানটি৷