নিজেস্ব সংবাদদাতাঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার মেয়াদ উত্ত্বীর্ন কমিটির আহ্বায়ক ও সদস্য সচিব একত্রিত হয়ে ঢাকাস্হ রংপুর বিভাগের এক সাংগঠনিক সম্পাদকের বাসায় বসে ১৪ টি ইউনিয়নের পকেট কমিটি গঠন করেন যা সম্পূর্ণ নিয়ম পরিপন্থী, এই কমিটি গঠনের পিছনে বিশাল অংকের আর্থিক লেনদেন হয়েছে বলে সবাই মনে করছেন,এ নিয়ে এলাকায় ত্যাগী নেতাকর্মিদের মধ্যে চরম অস্হিরতা বিরাজ করছে, তড়িঘড়ি করে কোন ধরনের মিটিং কল না করে এই কমিটি গঠন করা হয় এবং পতিত সরকারের বেশকিছু নেতা কর্মীকে আর্থিক সুবিধা নিয়ে এই কমিটিতে সংযুক্ত করা হয়। আজ ত্যাগী-নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ দেখা যায়। তারা বলতে শুনা যায় পরিকল্পিত ভাবে বিএনপিকে জনবিছিন্ন করতে চাঁদাবাজ, দখলদার সহ ত্যাগী নেতা-কর্মীদের বাদ দিচ্ছে। এ বিষয়ে এখনই শীর্ষ নেতাদের হস্তক্ষেপ করতে দেরী হলে মহা সংকটে পরতে হবে।