
স্টাফ রিপোর্টারঃ
গাজায় গ্লোবাল ফ্রিডম ফ্লোটিলা ত্রাণবাহী নৌবহরে ইসরাইলি হামলার প্রতিবাদে নওগাঁর সাপাহার উপজেলা সদরে বিশাল বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩ অক্টোবর) বাদ জুমা উপজেলা জিরো পয়েন্ট মুক্ত মঞ্চে ইত্তেহাদুল উলামা পরিষদের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি হাফেজ মাওলানা ইউসুফ আব্দুল্লা হাবিবি। উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মুফতি জহির রায়াহান, প্রচার সম্পাদক মাওলানা ফরহাদ হোসেন, সহকারী প্রচার সম্পাদক হাফেজ মাহমুদুল হক, সহকারী দপ্তর সম্পাদক মাওলানা জিয়াউল হক, সদস্য মাওলানা নাজমুল ইসলাম, মাওলানা মিনালরুল ইসলাম, মাওলানা রাশেদ, মাওলানা কাওসার, শিরনটি ইউনিয়ন প্রতিনিধি মুফতি এনামুল হকসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও তাওহীদি জনতা।
সমাবেশে বক্তারা ইসরাইলকে মানবতা বিরোধী ও সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে আখ্যায়িত করে বলেন—
ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে হবে।
মুসলিম রাষ্ট্রপ্রধানদের ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থান নিতে হবে।
ফিলিস্তিনের মজলুম মুসলমানদের পাশে দাঁড়াতে সাধারণ মানুষকে এগিয়ে আসতে হবে।
এছাড়াও বক্তারা হাফিজ্জি চারিটেবল সোসাইটি অব বাংলাদেশ-এর ফান্ডে অনুদান প্রদানের আহ্বান জানান এবং ইসরাইলি পণ্য বর্জনের ডাক দেন।
অনুষ্ঠানের শেষ পর্বে বিশ্ব মুসলিম উম্মাহ ও বাংলাদেশের শান্তি-সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়। পরে সভাপতি মহোদয় কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন।