গোবিন্দগঞ্জে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

সোমবার, সেপ্টেম্বর ৮, ২০২৫

শামীম রেজা, গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ

গাইবান্ধার গোবিন্দগঞ্জে মহাসড়কের বকচর কালিতলা নামক স্থান থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে হাইওয়ে পুলিশ।
৮ সেপ্টেম্বর ভোরে তার লাশ উদ্ধার করা হয়। যুবকের আনুমানিক বয়স ২৪/২৫ বছর এবং মুসলিম। সড়ক দুর্ঘটনায় লাশটি ক্ষতবিক্ষত হওয়ায় তাকে সঠিক ভাবে চেনাও যাচ্ছে না।
তবে দূর্ঘটনা নাকি হত্যাকান্ড তা জানা যায় নি।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন জানান, ভোরে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
অজ্ঞাত ব্যক্তির ছবি যদি কেউ চিনতে পারেন তবে ০১৩২০১৮৩৭৩০ ওসি,গোবিন্দগঞ্জে হাইওয়ে থানার সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।