শামীম রেজা, গোবিন্দগঞ্জ, (গাইবান্ধা) প্রতিনিধি।।
গোবিন্দগঞ্জে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে এক নারী অচেতন হলে, আজ সোমবার দুপুর ১২টার দিকে অজ্ঞাত পরিবহন সড়কের পাশে ফেলে দেয়। পরে পথচারীরা তাকে পড়ে থাকতে দেখে ফায়ার সার্ভিসকে খবরদিলে, গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের একটি টিম উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের টিম লিডার আতিকুর রহমান জানান, খবর পেয়ে অচেতন অবস্থায় এক নারীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখন তার পরিচয় পাওয়া যায়নি।