
শামীম রেজা, গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ
এপেক্স ক্লাব অব গোবিন্দগঞ্জ’র উদ্যোগে সার্ভিস প্রোগ্রামের আওতায় দু’টি বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
রোববার দুপুরে পৌর শহরের সাফিয়া খাতুন বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সাফিয়া খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মাঝে খাতা, কলম ও টিফিন বিস্কুট বিতরণ করা হয়েছে। ক্লাব প্রেসিডেন্ট এপে. রফিকুল ইসলাম অপু, অতীত সভাপতি ও ন্যাশনাল অফিসিয়াল এপে. কাজী আসাদুজ্জামান উল্লাস, অতীত সভাপতি ও ন্যাশনাল অফিসিয়াল এপে. আরিফুর রহমান বাবলু, সিনিয়র ভাইস- প্রেসিডেন্ট এপে. মনমোহন সরকার, সেক্রেটারী এন্ড ডিএনই এপে. আজমল হোসেন রঞ্জু, সার্ভিস ডিরেক্টর এপে. বিএসসি আতিকুর রহমান আতিক, প্রধান শিক্ষক তাজমিনা আক্তারসহ সহকারী শিক্ষকবৃন্দ শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।