
শামীম রেজা,গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি।।
গাইবান্ধার গোবিন্দগঞ্জে বৃহস্পতিবার সন্ধ্যায় বিশ্বরোড সংলগ্ন স্থানীয় চতুরঙ্গ মোড়ে এসি ওয়ার্ল্ডের শো রুমের শুভ উদ্বোধন করা হয়। উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শো রুমের উদ্বোধন করেন গোবিন্দগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ বুলবুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোবিন্দগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শওকত জামান, আলহাজ্ব মোঃ বাবু মিয়া,গোবিন্দগঞ্জ প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক আতিকুর রহমান আতিক বিএসসি, জাতীয় সাংবাদিক সংস্থার গোবিন্দগঞ্জ ইউনিটের সাধারণ সম্পাদক সাজাদুর রহমান সাজু। এ সময় প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক ফারুক আহমেদ, জি এম আনোয়ার হোসেন, এজিএম আনিসুর রহমানসহ নাজির হোসেন, শিহাব,পারভেজ, শফিক মশিউর প্রমুখ। উদ্বোধন শেষে ফারুক আহমেদ পণ্যের গুণাগুণ তুলে ধরে বক্তব্য রাখেন।