গোবিন্দগঞ্জে করতোয়া নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্র নিখোঁজ

বুধবার, সেপ্টেম্বর ৩, ২০২৫

 

শামীম রেজা, গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের ফকিরগঞ্জ নামক স্থানে করতোয়া নদীতে গোসল করতে নেমে আপেল নামের এক স্কুল ছাত্র নিখোঁজ হয়েছে। নিখোঁজ হওয়ার পর তার বন্ধুরা ও স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করেও তাকে খুঁজে পায়নি।
নিখোঁজ স্কুলছাত্র আপেল কাটাবাড়ী ইউনিয়নের বোগদহ কলোনি গ্রামের বিশিষ্ট কাঠ ব্যবসায়ী জাহাঙ্গীর আলমের ছেলে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, প্রচন্ড তাপদাহ থেকে প্রশান্তি পেতে বন্ধুদের সাথে আপেল করতোয়া নদীতে গোসল করতে নামে। নদীতে ডুব দেওয়ার পর থেকে তাকে দেখতে পায়নি তার অন্য বন্ধুরা। তারা দিশেহারা হয়ে এদিক ওদিক অনেক খোঁজাখুঁজি করার পরও তাকে দেখতে না পেয়ে চিৎকার শুরু করে। তাদের চিৎকারে আশপাশের লোকজন দৌঁড়ে আসে এবং নদীতে নেমে খোঁজ করা শুরু করে।