গোবিন্দগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী উদ্বোধন

বুধবার, নভেম্বর ২৬, ২০২৫

শামীম রেজা গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি

দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি, প্রাণিসম্পদে হবে উন্নতি এই প্রতিপাদ্য নিয়ে গাইবান্ধার গোবিন্দগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২৫ এর উদ্বোধন করা হয়েছে।

বুধবার (২৬ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুস সামাদের সভাপতিত্বে র‍্যালী ও আলোচনা সভা শেষে প্রধান অতিথি হিসেবে প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা ইয়াসমিন সুলতানা। আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর ও গাইবান্ধা-৪ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ডা. আব্দুর রহিম সরকার, সহকারী কমিশনার (ভূমি) তামশিদ ইরাম খান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বুলবুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মাসুদার রহমান আকন্দ, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা এনামুল হক, সাবেক ভাইস চেয়ারম্যান নুরন্নবী প্রধান, উপজেলা এনসিপির প্রধান সমন্বয়ককারী ডা. জাহাঙ্গীর আলম ডাবলু, প্রেস ক্লাবের সাধারন সম্পাদক মীর্জা শওকতজ্জামান প্রমুখ।

 

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুস সামাদ জানান, জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের প্রথম দিনে উদ্বোধনী অনুষ্ঠান ও উপজেলা পরিষদ চত্বরে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। এছাড়া ফ্রি মেডিকেল ক্যাম্প, ভ্যাক্সিনেশন, কৃত্রিম প্রজনন সেবা, স্কুলের শিশুদের দুধ পান, চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতাসহ বিভিন্ন কর্মসূচী রয়েছে। আগামী ২রা ডিসেম্বর প্রাণিসম্পদ সপ্তাহের সমাপনী অনুষ্ঠান হবে বলে জানান তিনি।