শামীম রেজা গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি।।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা. আব্দুর রহিম সরকারের নির্বাচনী গণ-মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকাল ৪টায় গোবিন্দগঞ্জ পৌর শহরের চারমাথা এলাকা হতে মিছিল শুরু হয়ে ঢাকা-রংপুর মহাসড়ক প্রদক্ষিণ শেষে গোবিন্দগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সমবেত হয়।
মিছিলে উপজেলা, পৌরসভা ও ইউনিয়নের হাজার হাজার নেতাকর্মীরা ও সমর্থক অংশ নেয়। মিছিলে জামায়াতে ইসলামীর নেতাকর্মী ছাড়াও ওলামা বিভাগ, যুব বিভাগ, আইন-আদালত বিভাগ, ছাত্রশিবির, শ্রমিককল্যাণ ফেডারেশন, যুব উন্নয়ন ফাউন্ডেশন, পেশাজীবী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
মিছিলে উপস্থিত সাবেক ভাইস চেয়ারম্যান ও জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি নুরন্নবী প্রধান, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর আবুল হোসাইন সরকার, নায়েবে আমীর আব্দুল বারী মিয়া, সেক্রেটারী মাওলানা আবুল কালাম আজাদ, সহ-সেক্রেটারী মো. আশরাফুল আলম রাজু, বাইতুল মাল সেক্রেটারী মাওলানা শেখ ফরিদ, প্রচার সেক্রেটারী মাওলানা মাজহারুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন ফাউন্ডেশনের সভাপতি মশিউর রহমান মন্ডল, জামায়াতে ইসলামী পেশাজীবি বিভাগের সভাপতি মাওলানা আব্দুল হান্নান শেখ, জামায়াতে ইসলামী ওলামা বিভাগের মাওলানা আব্দুস সালাম নাটোরী, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আবু আল মাহামুদ চিনু, জামায়াতে ইসলামী আইন-আদালত বিভাগের সেক্রেটারী মাওলানা জাহাঙ্গীর কবির, উপজেলা জামায়াতে ইসলামীর অফিস সেক্রেটারী আবু আল মামুন, শুরা ও কর্ম পরিষদ মাওলানা রেজাউল করিম, উপজেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম ও পৌর ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মাজহারুল ইসলাম প্রমুখ।