গোবিন্দগঞ্জে ডা.সুজার জানাজা ও দাফন সম্পন্ন

বৃহস্পতিবার, আগস্ট ২১, ২০২৫

শামীম রেজা, গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কৃতিসন্তান প্রখ্যাত শিশু বিশেষজ্ঞ ডা.সুজাউদ্দৌলা সুজার প্রথম নামাযে জানাযা রংপুর মেডিকেল কলেজ চত্তরে আজ সকাল ১০ টায় ও ২ য় নামাযে জানাযা দুপুর ২টায় দরবস্ত ইউনিয়নের কালিতলা দূর্গাপুর উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।

মরহুম ডা. সুজাউদ্দৌলা নীলফামারী মেডিকেল কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ও রংপুর মেডিকেল কলেজের শিশু বিভাগের সাবেক বিভাগীয় প্রধান ছিলেন।

(২০ আগস্ট) রাত ৮টায় হার্ট অ্যাটাকে ঢাকার বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, পুত্র ও কন্যাসহ অসংখ্য গুণ গ্রাহী রেখে গেছেন। তার নামাজে জানাজা শেষে দরবস্ত ইউনিয়নের দূর্গাপুর কালিতলা গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়। মরহুমের নামাযে জানাযায় বিভিন্ন দলের রাজনৈতিক নেতৃবৃন্দ ও ধর্মপ্রান মুসল্লী বৃন্দ উপস্থিত ছিলেন।
মহান আল্লাহ যেন, তাকে জান্নাতুল ফেরদৌস নাসিব করেন, এজন্য দোয়া কামনা করা হয়েছে।

উল্লেখ্য, ডা. সুজাউদ্দৌলা সুজা সর্বজন শ্রদ্ধেয় মরহুম আলহাজ্ব জব্বার আলী মাস্টারের দ্বিতীয় সন্তান এবং দরবস্ত ইউপির চেয়ারম্যান আ.র.ম শরিফুল ইসলামের বড় ভাই। তিনি গোবিন্দগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয়ের এস.এস.সি ১৯৮০ ব্যাচের শিক্ষার্থী ছিলেন।